চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে দলের পক্ষ থেকে যে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল, তার ফলাফল জানতে চেয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি ৪৮ ঘণ্টার আল্টিমেটামের কী হল? ফলাফল কী? খেলা হবে। তাদের ক্যাপ্টেন আসলে খেলা হবে।
মির্জা ফখরুল ইসলাম যতই ভয় দেখান লাভ নেই। আগামী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ মেনে নেবে না।
দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ার পারসনকে বিদেশ পাঠানোর দাবিতে সম্প্রতি নয়া পল্টনে এক সমাবেশে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুক্রবার আলোচনা সভায় সেই প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
কোনো হুমকি দিয়ে কাজ হবে না মন্তব্য করে কাদের বলেন, ষড়যন্ত্র করে নির্বাচন হতে দেবেন না? দেখব কে নির্বাচন ঠেকায়? বিএনপির আন্দোলন মরীচিকার ঘর। সে ঘর ভেঙে যাবে। থাকবেন শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ দেশের মানুষ শেখ হাসিনার সাথেই রয়েছেন।
ফখরুল সাহেব জনগণ যখন আপনাদের ধাওয়া দেবে, তখন কোথায় যাবেন? কাছাকাছি কর্ণফুলী আছে। সেখানে ঝাঁপ দেন। আইন মানবেন না বলছেন। কী করবেন? নাশকতা করবেন? নাশকতা করতে আসলে আমরা কালো হাত ভেঙে দেব।
আওয়ামী লীগকে মার্কিন ভিসা নীতি ও নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে ‘লাভ নেই’ বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন, ভয় দেখায় মির্জা ফখরুল।
নিষেধাজ্ঞাকে ভয় করলে বাংলাদেশের যে অর্জন তা আমরা রক্ষা করতে পারব না। আমাদের গণতন্ত্র কেমন হবে তা আমাদের সংবিধান ঠিক করে দিয়েছে। আমাদের নির্বাচন আমাদের সংবিধান নির্ধারণ করে দিয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা মানি না। তত্ত্বাবধায়ক সরকার মৃত হয়ে গেছে। সেটা আর কোনো দিন বাংলাদেশে ফিরে আসবে না। তত্ত্বাবধায়কের নামে বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকার আর কখনও হবে না। কে কী বলল তাতে কিছু আসে যায় না।