স্থানীয় ও সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনের সময় বৈধ কাগজপত্রধারী সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিচ্ছে নির্বাচন কমিশন।
সংবাদ সংগ্রহের সময় সংবাদমাধ্যমের কর্মীদের মোটরসাইকেল ব্যবহারে ইতোপূর্বে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়ে ‘সাংবাদিক নীতিমালা’ সংশোধন করেছে নির্বাচন কমিশন।
সোমবার নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম জানান, শর্তসাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে।
এক্ষেত্রে বৈধ সব কাগজপত্র থাকলে নির্বাচনী সংবাদ সংগ্রহে ইসির অনুমোদিত সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার নিয়ে গণমাধ্যমকর্মীদের মোটরসাইকেল চালাতে কোনো বাধা নেই।
কমিশন এ সংক্রান্ত নীতিমালায় অনুমোদন দিয়েছে। মঙ্গলবার যা জারি করা হতে পারে বলে জানান তিনি।
দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি বছরের এপ্রিলে কাজী হাবিবুল আউয়াল কমিশন সাংবাদিক নীতিমালা জারি করেছিল।
তাতে ভোটের সময় নানা বিধিনিষেধের মধ্যে মোটরসাইকেল ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এ নিয়ে সমালোচনার পর তখন নীতিমালা সংশোধনের আশ্বাস দেয় ইসি।