দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও ২৮৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ৮ জনের।
তাতে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৯৯ জনে, যাদের মধ্যে ৮৭৫ জন প্রাণ হারিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২১০০ জন ভর্তি হয়েছেন, ঢাকায় এই সংখ্যা ৭৮৯।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের ঢাকায় মৃত্যু হয়েছে একজনের, বাকিরা মারা গেছেন ঢাকার বাইরের বিভিন্ন জেলায়।
বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১০ হাজার ২৮০ জন রোগী। এর মধ্যে ঢাকায় ৩৬৯৬ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬৫৮৪ জন।
হাসপাতালে ভর্তি রোগী এবং মৃত্যুর এই সংখ্যা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে এমন আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের।
এ বছর ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। জুন মাসে পাঁচ হাজার ৯৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, জুলাই মাসে তা বেড়ে দাঁড়ায় ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্ট মাসে ৭১ হাজার ৯৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর সেপ্টেম্বরের ২১ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৫৫ হাজার ৮৯১ জন।