স্ত্রীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন পরিচালক সোহানুর রহমান সোহান

শেয়ার

শেষ ইচ্ছানুযায়ী টাঙ্গাইলে স্ত্রীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’-খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান।

বৃহস্পতিবার সকাল ৯টায় পুরাতন বাসস্ট্যান্ড মসজিদে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে তার মরদেহ শ্বশুরবাড়ি টাঙ্গাইল শহরের পলাশতলী এলাকায় পৌঁছালে গুণী এই চলচ্চিত্র নির্মাতাকে শেষবারের মত দেখতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী।

এর আগে বুধবার সন্ধ্যায় ঘুমের মধ্যেই চিরঘুমে চলে যান সোহানুর রহমান সোহান। হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি তাকে। একদিন আগেই মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন স্ট্রোকে মারা গিয়েছিলেন তার স্ত্রী প্রিয়া। তার ২৪ ঘণ্টা পার না হতেই চিরবিদায় নেন জনপ্রিয় এই নির্মাতা ।

এদিকে একদিনের ব্যবধানে দুই জনের মৃত্যু হওয়ায় শোকে পাথর হয়ে আছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

স্বজনরা জানিয়েছেন, স্ত্রী ও তার (সোহানুর রহমান) ইচ্ছে ছিল মৃত্যুর পর তাদের দুইজনকে যেন পাশাপাশি কবর দেওয়া হয়।

এ জন্য সোহানুর রহমানের বাড়ি বগুড়ায় হলেও টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থানে স্ত্রীর কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে।

বহু সফল চলচ্চিত্রের নির্মাতা সোহানুর রহমান সোহান তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন শিবলি সাদিকের সহকারী হিসেবে।

পরে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করা সোহানের প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এই নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম সিনেমার পরিচালকও ছিলেন তিনি।

সোহানুর রহমান সোহানের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘বিশ্বাস অবিশ্বাস’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘আমার দেশ আমার প্রেম’, ‘অনন্ত ভালোবাসা’।

সোহানুর রহমান সোহান বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে টানা দু’বার মহাসচিব এবং দু’বার সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

আজারবাইজানের সঙ্গে কোনো চুক্তি হয়নি, বলছে কারাবাখের আর্মেনীয়রা

নাগোরনো-কারাবাখের আর্মেনীয় নেতারা জানিয়েছেন, নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আজারবাইজানের কর্তৃপক্ষের সঙ্গে

পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ইমার্জেন্সি মুডে বঙ্গবন্ধু টানেলে পরীক্ষামূলক ট্রায়াল আজ

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু টানেলে পরীক্ষামূলক গাড়ি

আজারবাইজানের সঙ্গে কোনো চুক্তি হয়নি, বলছে কারাবাখের আর্মেনীয়রা

নাগোরনো-কারাবাখের আর্মেনীয় নেতারা জানিয়েছেন, নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আজারবাইজানের কর্তৃপক্ষের সঙ্গে

পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ইমার্জেন্সি মুডে বঙ্গবন্ধু টানেলে পরীক্ষামূলক ট্রায়াল আজ

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু টানেলে পরীক্ষামূলক গাড়ি