২০৩০ সালের মধ্যে ছয়টা মেট্রো রেল চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাওলা থেকে ফার্মগেট তেজগাঁও ১০ মিনিটে আসা যাবে বলেও জানান তিনি।
শুক্রবার রাজধানীর পুরাতন বাণিজ্যমেলার মাঠে মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার পতন তো দূরে থাক, বিএনপি নিজেদের অস্তিত্ব সংকট নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। কালো পতাকা নিয়ে যে মিছিল হয় সেটা শোক মিছিল। এ মিছিল দিয়ে উত্তাল পরিস্থিতি সম্ভব নয়।’
‘বিএনপির কর্মসূচির ওপর নেতাকর্মীদেরও আস্থা নেই জনগণও নেই’ মন্তব্য করে তিনি বলেন, ‘আন্দোলনের নামে সন্ত্রাস কিংবা সহিংসতা সৃষ্টির বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ সতর্ক অবস্থান রয়েছে।’
সরকারের উন্নয়ন কর্মসূচির কারণে আওয়ামী লীগের জনসমর্থন আগের চেয়ে বেড়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কথায় নয় কাজে বিশ্বাস করে। মেট্রো রেল এবং পদ্মা সেতু বাস্তবায়নের মাধ্যমে ইতিমধ্যেই তা প্রমাণ করেছে। আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে সেটা আওয়ামী লীগ সরকার উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করেছে।’
তিনি বলেন, ‘বিদেশিদের আমন্ত্রণে বাইরে আওয়ামী লীগ যায়নি গেছে বিএনপি। আওয়ামী লীগ দেশের জনগণের ওপর নির্ভশীল বিদেশিদের ওপর নয়।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘কাওলা থেকে ফার্মগেট-তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত ১০-১১ মিনিটে কাভার করবে। এখানে অনেক যাত্রী আসা যাওয়া করবেন। এর সুফল অবশ্যই পাবে রাজধানীবাসী। এর সঙ্গে যখন মতিঝিল পর্যন্ত উদ্বোধন হয়ে যাবে, তখন সুফল অনেক বেড়ে যাবে এবং ঢাকা আরও আধুনিক শহরে রূপ নেবে। যান চলাচল আরও একটু ইজি হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের টার্গেট ২০৩০ সালের মধ্যে ছয়টা মেট্রো রেল চালু করা। আজকে ঢাকা শহরে যে যানজট পরিস্থিতি, সবকিছুর সমাধান বা সুফল এই মুহূর্তে পাওয়া যাবে না। তবে কিছুটা তো পাওয়া যাবে।’
এসময় সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেনসহ আরও অনেকে আরও উপস্থিত ছিলেন।