চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় ৭ মাস বয়সী শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শামীম মাহমুদ ওরফে জহিরুল ইসলাম ওরফে বাপ্পীকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার (১৮ আগস্ট) নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাপ্পী ফেনীর দাগনভূঁইয়া থানার দক্ষিণ করিমপুর গ্রামের আবদুল মান্নান ওরফে নবিউল হকের ছেলে।
র্যাব জানায়, ২০১৬ সালে বাপ্পী ও আসমা নামের আরেক নারী স্বামী-স্ত্রী পরিচয়ে পতেঙ্গা থানার ভিকটিমের বাবা হাবিবুর রহমানের বাসায় সাবলেট ভাড়া নেয়। এর প্রায় একমাস পর সকাল ৭টার দিকে হাবিবুর রহমানের ৭ মাস বয়সী শিশুকে তারা কৌশলে অপহরণ করে নিয়ে যায়। পরে বাপ্পী ভিকটিমের বাবা হাবিবুর রহমানের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। হাবিব বিকাশের মাধ্যমে বাপ্পীকে ৫ হাজার টাকা পাঠায় এবং বিষয়টি পতেঙ্গা থানা পুলিশকে জানায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে নগরীর কর্নেল হাট এলাকা থেকে বাপ্পীকে আটক করে। পাশাপাশি আলাউদ্দিন ও পাতানো স্ত্রীকে আসমাকে আটক এবং ভিকটিমকে উদ্ধার করে।
এ ঘটনায় ভিকটিমের বাবা পতেঙ্গা থানায় মামলা করেন। মামলার ৬ মাস পর আসামি বাপ্পী জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যায়। পরে তার অনুপস্থিতিতে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড, দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, শিশু অপহরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শামিম মাহমুদ প্রকাশ জহিরুল ইসলাম বাপ্পি নগরের ইপিজেড থানার আকমল আলী রোড খালপাড় এলাকায় অবস্থান করার গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।