কক্সবাজার জেলার চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২১ জন আসামীকে গ্রেফতার করেছে।
সোমবার (২৪ জুলাই) ভোর রাত থেকে সকাল ৯ টা পর্যন্ত চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সোমবার রাত থেকে সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এর মধ্যে ১১জন জিআর ওয়ারেন্ট, ৯জন সিআর ওয়ারেন্ট এবং ১জন জিআর এক বছরের সাজাপ্রাপ্ত আসাসী সহ সর্বমোট ২১জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।পরে দায়েরকৃত মামলায় তাদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।