বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন , বঙ্গবন্ধুর চট্টগ্রামকে নতুন রূপে সাজিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের ইতিহাসে ভিন্নমাত্রা যোগ করেছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু (কর্ণফুলী) টানেল। আর দেশের সবচেয়ে মেগা প্রকল্পগুলো চট্টগ্রামে হয়েছে।এরই মাধ্যমে দেশের পর্যটন খাত বিশ্বমানের পর্যটন স্পটে পরিণত হচ্ছে।
রবিবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে আনোয়ারার পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন শীর্ষক প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পারকি সমুদ্র সৈকত দ্বিতীয় কক্সবাজারে পরিণত হবে। সৈকতে নতুন করে বনায়ন করা হবে। পর্যটন কমপ্লেক্সের নির্মিত ভবনগুলোর কাজ শেষ হবে খুবই শিগগিরই। পর্যটকের নিরাপত্তায় থাকবে ট্যুরিস্ট পুলিশ, সৈকতে রাতে আলোর ব্যবস্থাসহ আধুনিক হোটেল-মোটেল নির্মিত হয়ে পারকি হবে আধুনিক পর্যটন কমপ্লেক্স।
এরপর প্রতিমন্ত্রী পারকি সমুদ্র সৈকত এলাকা পরিদর্শন করেন এবং সৈকতের চর রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানান।
এসময় অন্যান্যদের মধ্যে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ রাহাত আনোয়ার, ট্যুরিষ্ট পুলিশ সুপার আপেল মাহমুদ, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল মাহমুদ, আনোয়ারা উপজেলা আঃ লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাফর উদ্দিন চৌধুরী (ভিপি জাফর), সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।