চট্টগ্রাম উত্তর জেলা জামায়াত নেতা আনোয়ার সিদ্দিক চৌধুরী লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (২৩ জুলাই) সকালে সীতাকুণ্ড উপজেলার বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিটন সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের মধ্যম সলিমপুর এলাকার ইউনুস মিয়া চৌধুরী বাড়ির মৃত সিদ্দিক আহমেদ চৌধুরীর ছেলে।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, নাশকতা, সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় ১৮টি মামলা বিচারাধীন। এর মধ্যে কয়েকটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।