কক্সবাজারের চকরিয়ায় ওষুধ কোম্পানীতে কর্মরত এক বিক্রয় প্রতিনিধিকে ধারাল অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে সঙ্গবদ্ধ দুর্বৃত্তরা।
শনিবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে দশটার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাউন্ডারির ভেতরই এই জবাই করে হত্যার ঘটনাটি ঘটে।
আরও পড়ুন বাঁশখালীতে নারীকে গলা কেটে হত্যা
তবে ঘটনার সময় থাকা এক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ আশিক বিল্লাহ প্রাণে বেঁচে গেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
আরো পড়ুন বাঁশখালীতে কৃষককে জবাই করে হত্যা
এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব চন্দ্র সরকার। তিনি বলেন, কেন, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশের একটি দল তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, হত্যার রহস্য উন্মোচনসহ নানা দিক থেকে সহযোগিতা নিতে কক্সবাজার জেলা সিআইডিকে খবর দেওয়া হয়েছে।
তবে স্থানীয়রা বলছেন, ওই ওষুধ কোম্পানির স্টাফদের মধ্যে কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।