বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতা টিকবে কি না, আজ এ প্রশ্নের মুখোমুখি আমরা। এই প্রশ্নের একমাত্র জবাব মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করা এবং প্রধামন্ত্রী শেখ হাসিনার পক্ষে একটি রাজনৈতিক বিগ্রেড তৈরি করা।
আমাদের একমাত্র লক্ষ্য, ২০০১ সালের সেই দুঃসময় যাতে ফিরে না আসে এ জন্য নেতাকর্মীদের প্রস্তুত হয়ে ঘরে ঘরে জানান দেওয়ার। ”
আজ বুধবার (১২ জুলাই) সকালে সাংবাদিকদের সাথে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মতবিনিময় বৈঠকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চুর পরিচিতি এবং দলীয় প্রতিনিধি হিসেবে উপস্থাপন করার লক্ষ্যে তাঁর নির্বাচনী এলাকায় নির্বাচনী কার্যক্রম প্রস্তুতি ঘোষণায় এই মত বিনিময় সভা।
আমরা জানি, দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি গড়ে তোলার জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার দেশি -বিদেশি চক্রান্ত চলছে। আমরা চাই, আপনাদের পরামর্শ অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবো।
আ জ ম নাছির উদ্দীন আরো বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট তারিখে হবে। এর মধ্যেই চট্টগ্রাম-১০ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর আওয়ামী যুব লীগের সাবেক আহ্বায়ক ও বর্তমান মহানগর আওয়ামী লীগ নেতা মো. মহিউদ্দিন বাচ্চুকে প্রাক-নির্বাচনী কার্যক্রম পরিচালনা আমাদের সাংগঠনিক চলমান কার্যক্রমের একটি অংশ।
চট্টগ্রাম-১০ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মহিউদ্দিন বাচ্চু বলেন, মহানগর আওয়ামী লীগ আয়োজিত আজকের বৈঠকের মাধ্যমে আমি সাংবাদিকদের জানিয়ে মাঠে নেমেছি।
নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয় এবং ভোটকেন্দ্রে যাতে ভোটাররা উপস্থিত হয় সে ব্যাপারে দলীয় নিদের্শনা অনুযায়ী প্রত্যেকে নিজের কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টামলীর সদস্য আলহাজ সফর আলী, সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুক, আইন বিষয়ক সম্পাদক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, যুব ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম, উপ-দপ্তর সম্পাদক জহর লাল হাজারী, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান, সাইফুদ্দিন খালেদ বাহার, কামরুল হাসান বুলু, ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, মো. জাবেদ, মোর্শেদ আক্তার চৌধুরী প্রমুখ।