ফটিকছড়িতে আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (৩ জুলাই ) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো এলাকায় এ ঘটনা ঘটে।এতে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে উভয় পক্ষ থেকে দাবী করা হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহতদের স্থানীয় ও পাশ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানাগেছে।
পরে পুলিশ এসে লাঠিচার্জ করে উভয় দলের নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
জানা যায়,ঈদ পূনর্মিলনী উপলক্ষে বিএনপির নেতা কর্মীরা বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে হেয়াকো সদরে যাচ্ছিল। মিছিলের সম্মূখভাগ বাস স্টেশন পর্যন্ত পৌঁছলে আওয়ামীলীগের কর্মীদের বাঁধা পেয়ে উল্টো দিকে ফিরতে থাকে।
এসময় শোভাযাত্রায় নেতৃত্ব দেয়া জেলা বিএনপি নেতা সরোয়ার আলমগীরসহ অন্যান্য নেতারা রাবার বাগান এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ করতে থাকে।
তখন দুই পক্ষের উশৃঙ্খল কর্মীরা ইট পাটকেল নিক্ষেপসহ লাঠি সোঠা নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকে।বিএনপির কর্মসুচীতে অংশ নেয়া একজন ঘটনার ভিডিও চিত্র নিজের মোবাইলে ধারন করতে চাইলে মোবাইলটি ভাংচুর করে কেড়ে নিতে দেখা যায় কয়েকজনকে।অন্যদিকে, সাবেক ছাত্রলীগ নেতা হানিফ সরকার দা ছুরি নিয়ে সামনের দিকে এগুতে চাইলে বিএনপির কর্মীদের পিঠুনির শিকার হন।
পরে পুলিশ এসে দুই পক্ষের কর্মীদের ধাওয়া দিয়ে লাঠি চার্জ করলে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়।
এ বিষয়ে দাঁতমারা ইউনিয়ন আ’ লীগ নেতা সেলিম সরকার বলেন মূলত বিএনটির নেতা কর্মীরা যাচ্ছিল একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে। যাওয়ার সময় মিছিল থেকে শেখ হাসিনাকে গালি দিচ্ছিল। সহ্য করতে না পেরে আওয়ামীলীগের কর্মীরা শুধু মাত্র এর প্রতিবাদ করেছে। তারা পরিকল্পনা মাফিক আমাদের বহু কর্মীকে মেরে রক্তাক্ত করেছে।
এ বিষয়ে জানতে চাইলে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর বলেন আমাদের কর্মসূচী ছিল শান্তিপূর্ণ। বিনা উস্কানিতে আওয়ামীলীগ পরিকল্পনা মোতাবেক আমাদের কর্মসূচীকে ভুন্ডুল করতে হামলা চালিয়েছে।তারা আমাদের অসখ্য নেতা কর্মীকে মেরে আহত করেছে।
এ বিষয়ে ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে পুলিশ এসে উভয় পক্ষকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।