আমাদের প্রিয় পাঠক, লেখক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী-সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। সব ভেদাভেদ ভুলে একে অপরকে ভালোবাসা, সাম্য, সৌহার্দ্য, মিলনের মাধ্যমে উদ্ভাসিত হোক সকলের ঈদ।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। ঈদ যে আনন্দের বার্তা বয়ে আনে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ।
ঈদ আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ-গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।
কোরবানি আমাদেরকে সকল মনের পশুত্ব ত্যাগ করে মানবতায় উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়। আমাদের আত্মিক পরিশুদ্ধি অর্জন করতে সহায়তা করে।
ঈদ উৎসব উদযাপনের জন্য বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ চট্টগ্রাম ও অন্যান্য বড় বড় শহর থেকে পরিবার-পরিজনসহ গ্রামের বাড়ি যান।
নাড়ির টানে বাড়ি ফিরে পরিবারের সবাই মিলে আনন্দ উল্লাস করে ঈদ উদযাপন করেন। ঈদ শেষে সবাই আবার ফিরে নিজ কর্মস্থলে। তাই সবার জীবনে ঈদ নিয়ে আসুক সমৃদ্ধি ও ভালোবাসা। সবার চলার পথ হোক নিরাপদ।
ঈদ হোক আনন্দময়। সবাইকে আবারও চট্টগ্রাম নিউজের সম্পাদক এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক।