চট্টগ্রামের চন্দনাইশে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ জুন) সকাল ৯টার দিকে চন্দনাইশ পৌরসভার সড়ক ও জনপথ অফিসের সামনে থেকে তাদের আটক করে।
আটকরা হলেন- কক্সবাজারের টেকনাফ হোয়াইকং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লম্বাঘোনা এলাকার মৃত আলী আকবরের ছেলে আবুল হোসেন (৩২) ও একই এলাকার কবির আহম্মেদের ছেলে আবু নোমান (৩০)।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মিনি পিকআপসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।