গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Thursday, 2 May 2024

আখতারুজ্জামান চৌধুরী বাবু’র স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নতুন রুপে সাজানো ‘বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর’ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন তাঁরই সুযোগ্য পুত্র চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

শনিবার (২৪ জুন) রাত সাড়ে ৮ টায় কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়স্থ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সৌজন্যে নির্মিত এই স্মৃতিস্তম্ভটি তিনি উদ্বোধন করে উম্মোচন করেন।

উদ্বোধনকালে চন্দনাইশ ও সাতকানিয়া (আংশিক) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সোলায়মান তালুকদার, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, কর্ণফুলী উপজেলা ভাইস চেয়ারম্যান আমির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডা. ফারহানা মমতাজ, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি কর্ণফুলী শাখার ম্যনেজার জসিম উদ্দীন আমজাদী, আনোয়ারা হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিন, বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম শাহ এবং কর্ণফুলী উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং বিভিন্ন ইউনিয়ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মৃতিস্তম্ভ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী উপজেলা আ.লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম টুকু বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার একমাত্র মাধ্যম কর্ণফুলী তৃতীয় সেতু। এই সেতু নির্মাণ করার পিছনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ইউসিবি ব্যাংকের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু’র অবদান অস্বীকার্য। তিনি এই এলাকার মানুষের জন্য কাঠামোগত উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু তাঁর স্মৃতি আমরা বহন করি প্রতিনিয়ত। তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ মইজ্জ্যারটেকে এলাকাবাসীর দাবির মুখে চত্বরটি নির্মাণের পর তাঁর নামে নামকরণ করা হয়। অতীতে স্থানটি ঝোপ-ঝাপে জঙ্গলে পরিণত ছিল। এখন বদলে গেছে, সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে।’

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কর্ণফুলী উপজেলা শাখার ব্যবস্থাপক জসিম উদ্দীন আমজাদী বলেন, ‘এই স্মৃতিস্তম্ভটি নির্মাণে ইউসিবি ব্যাংকের হেড অফিস অর্থায়ান করেছেন। যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ও স্থাপত্য বিদ্যার শিক্ষার্থীরা এটি নির্মাণে সময় ব্যয় করেছেন।’

শহরের প্রবেশদ্বার মইজ্জ্যারটেক চত্বরের সৌর্ন্দয্য বৃদ্ধি ও দৃষ্টিনন্দন করায় কর্ণফুলী উপজেলার সাধারণ মানুষজন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, মইজ্জ্যারটেক এই মোড়ের ব্যাস ৩৬ মিটার ও ১৩ মিটার চারপাশের সড়কে আবৃত চত্বরটি ২০১০ সালে সাবেক প্রবাসী ও জনকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও পটিয়ার সংসদ সদস্য বর্তমান হুইপ শামশুল হক এমপি চত্বরটির নামফলক উদ্বোধন করেন। যা দীর্ঘ ১৩ বছর পর নতুন রূপ পেয়েছে। এতে কর্ণফুলী উপজেলার বিভিন্ন স্তরের লোকজন ব্যাপক খুশি হয়েছেন বলে জানা যায়।

সর্বশেষ

শ্রমিককে বঞ্চিত করলে কাউকে ছাড় নয়: প্রধানমন্ত্রী

মালিকদের বিলাসিতা কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান...

মিরসরাইয়ে হারানো ঐতিহ্য ফেরাতে ঘুড়ি উৎসব

গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যের অন্যতম একটি ঘুড়ি। কালের বিবর্তনে...

চন্দনাইশে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান 

চন্দনাইশ উপজেলার বরমা ধামাইরহাট বাজারে অগ্নিকাণ্ডে ৫ টি দোকান...

চট্টগ্রামে ৬ সাংস্কৃতিক সংগঠনের মে দিবস উদযাপন

শ্রমিকদের আট ঘণ্টা কাজ ও ন্যূনতম মজুরি নিশ্চিত ও...

মিল্টন সমাদ্দার গ্রেপ্তার

চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে...

শান্তিনগরে অগ্নিকান্ডে ২৯ দোকান পুড়ে ছাই

পার্বত্য খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকায় মধ্যরাতে অগ্নিকান্ডে ২৯টির...

আরও পড়ুন

মিরসরাইয়ে হারানো ঐতিহ্য ফেরাতে ঘুড়ি উৎসব

গ্রাম বাংলার চিরচেনা ঐতিহ্যের অন্যতম একটি ঘুড়ি। কালের বিবর্তনে এই ঐতিহ্য অনেকটা হারাতে বসেছে। হারানো এই ঐতিহ্যকে ফেরাতে তীব্র তাপদাহকে উপেক্ষা করে মিরসরাইয়ে প্রথমবারের...

চট্টগ্রামে ৬ সাংস্কৃতিক সংগঠনের মে দিবস উদযাপন

শ্রমিকদের আট ঘণ্টা কাজ ও ন্যূনতম মজুরি নিশ্চিত ও উৎসব বোনাস যথাসময়ে পরিশোধের পাশাপাশি সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বক্তারা।মহান মে দিবস উপলক্ষে...

শান্তিনগরে অগ্নিকান্ডে ২৯ দোকান পুড়ে ছাই

পার্বত্য খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকায় মধ্যরাতে অগ্নিকান্ডে ২৯টির বেশি দোকান পুড়ে গেছে।মঙ্গলবার রাত ১২টার দিকে তালুকদার মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে।এতে কোনো হতাহতের ঘটনা...

শ্রমজীবী মানুষের মাঝে আখের রস বিতরণ

“শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন(কেইউজে)'র উদ্যোগে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমজীবি ও সাধারণ...