Friday, 15 November 2024

কাপ্তাইয়ের দূর্গম ভার্য্যাতলীর কমিউনিটি ক্লিনিক এর অবস্থা জরাজীর্ণ  : বিপাকে সেবাপ্রার্থীরা

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই  ইউনিয়ন এর দূর্গম  ২ নং ওয়ার্ড এর ১১৯নং ভার্য্যাতলী মৌজায় অবস্থিত একমাত্র সরকারি  কমিনিউটি ক্লিনিক ভার্য্যাতলী কমিউনিটি ক্লিনিক  । যা  ১৯৯৮সালে স্থাপিত হয়। 

কাপ্তাই সদর হতে  ২৫ কিঃমি দূরত্বে অবস্থিত এই এলাকায় যেতে  নৌ যোগাযোগ ছাড়া আর কোন বিকল্প নেই । কাপ্তাই ইউনিয়ন এর  দূর্গম  ১,২,ও ৩  নং ওয়ার্ডের পাহাড়ি  সম্প্রদায়ের একমাত্র সেবা নেয়ার ভরসা এ কমিউনিটি ক্লিনিক। এখানে সরকারিভাবে   প্রাথমিক চিকিৎসা সেবা পেলেও এই কমিউনিটি ক্লিনিকে  নেই কোন পানির সু- ব্যবস্থা। একাবারে   জরাজীর্ণ হয়েছে এই ক্লিনিকটি। মাঝে মাঝে ভবন হতে খসে পড়ে পাথর। যার ফলে  চিকিৎসা দিতে হিমশিম খেতে হয় এখানকার কর্মরত স্বাস্থ্যকর্মীদের। দুর্গম ৪ হতে ৫ কি: মি: পথ পাড়ি দিয়ে আসা রোগীরা পড়েন বিপাকে।

সম্প্রতি এই প্রতিবেদক যায় দূর্গম এই কমিউনিটি ক্লিনিকে। এসময়  দূর্গম পাহাড়ী পল্লী হতে চিকিৎসা নিতে আসা লিপি মারমা,মিনতি তনচংগ্যা,  বসন্ত কুমার তনচংগ্যা  ও করুনা তনচংগ্যা এই প্রতিবেদককে  জানান, আমরা মাতৃসেবা, বিভিন্ন টিকা গ্রহন  ও স্বাস্থ্য সেবা নিতে আসি এই ক্লিনিকে।  এখানে  একটু পানি পান করবো বা টয়লেট করবো তার কোন সুযোগ নেই। ছোট,ছোট শিশুরা  পানি চাইলে একটু পানি পাওয়া যায়না। ক্লিনিকের ভিতর বাহিরের অবস্থা খুবই  নাজুক। এখানে বসে স্বাস্থ্য সেবা নেয়ার মত কোন সুযোগ নেই। তাঁরা সকলে পানি  সমস্যার সমাধান ও এ কমিনিউটি ক্লিনিক দ্রুত সংস্কারের দাবি জানান।

কমিনিউটি হেলথ কেয়ার প্রোপাইটর লিপি চাকমা ও স্বাস্থ্য সহকারী সঞ্জিত তনচংগ্যা  জানান,  পাহাড়ের অনেক দূর দূরান্তর হতে অসহায় পাহাড়ী  মহিলা,পুরুষ, শিশু ও  গর্ভবতী  মহিলারা এখানে  সেবা নিতে  আসেন। কিন্ত কমিউনিটি ক্লিনিকে   নেই কোন পানি। ক্লিনিকের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ । আমাদের  সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে সমস্যা হচ্ছে।

ভার্য্যাতলী কমিনিউটি হেলথ কেয়ার  সভাপতি ইউপি সদস্য অংসাচিং মারমা জানান দূর্গম এলাকার লোকজন হাসপাতালের  বিভিন্ন সুবিধা হতে বঞ্চিত হচ্ছে। এই ক্লিনিকের  বাহির ও ভিতরের অবস্থা খুবই খারাপ।  নেই কোন পানির ব্যবস্থা বা বসার ব্যবস্থা।  চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হয় স্বাস্থ্যকর্মীদের।

ভার্য্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা জানান, এখানে পানির সমস্যা সমাধানে কাপ্তাই ইউনিয়ন পরিষদ হতে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা চলমান আছে। অচীরেই পানির  সমস্যা সমাধান হবে বলে তিনি জানান।

গত ৭ জুন  কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  রুমন দে এই   কমিনিউটি ক্লিনিক পরির্দশন করে। এসময় তিনি এই কমিউনিটি ক্লিনিক  মেরামতসহ বিভিন্ন সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন স্বাস্থ্য কর্মকর্তাদের অবগত করবেন বলে জানান ।

এই বিষয়ে যোগাযোগ করা হলে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ আহমেদ চৌধুরী এই প্রতিবেদককে জানান, এই বিষয়ে   রাঙামাটি জেলা  সির্ভিল সার্জনকে ইতিমধ্যে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

সর্বশেষ

চকরিয়ার বিষফোঁড়া সিএনজি -টমটম স্টেশন

পর্যটন নগরী কক্সবাজারের প্রবেশদ্বার চকরিয়া পৌরশহরের যানজট যেনো নিত্য...

গণপ্রকৌশল দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

গণপ্রকৌশল দিবস  এবং আইডিইবি (ইনষ্টিটিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স)'র ৫৪...

চন্দ্রঘোনা থানায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  দুই বছর...

কর্ণফুলীর ওসিসহ ১২ পরিদর্শকের বদলি

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও...

মাউশি চট্টগ্রামের পরিচালক হলেন অধ্যাপক ফজলুল কাদের, উপ-পরিচালক ফরিদুল 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের নতুন পরিচালক...

কপ২৯ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন...

আরও পড়ুন

কর্ণফুলীর ওসিসহ ১২ পরিদর্শকের বদলি

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও জেলার পরিদর্শক পদমর্যাদার ১২ পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও রেঞ্জে বদলি করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর)...

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরসরাইয়ে ১৫ বছরের মধ্যে বিএনপির বড় শোডাউন

৫ই আগষ্টের গন অভ্যুত্থান এক মাসের কিংবা এক সপ্তাহের আন্দোলনের ফসল নয়। এই আন্দোলন বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সুপরিকল্পিত সুদীর্ঘ...

বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা করে বিপ্লবকে কলঙ্কিত করবেন না-পীর চরমোনাই

স্বাধীনতার ৫৩ বছরে যারাই ক্ষমতায় এসেছে তরা সকলেই ছিল খুনি, জালেম, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী। তাদের দ্বারা কখনো বাংলাদেশের শান্তি আসতে পারে না। সেজন্য বাংলাদেশের...

মিরসরাই পৌরসভার সাবেক মেয়রসহ ৯৮ জনের নামে মামলা 

বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীর গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনায় মিরসরাই পৌরসভার সাবেক মেয়র মো. গিয়াস উদ্দিনকে প্রধান আসামী করে মামলা...