৪ মাস জেলে থাকার পর চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছে বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী।
মঙ্গলবার (১৩জুন) রাত ১১টা ৫৫মিনিটে চট্টগ্রাম কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছে ।
উল্লেখ্য, গত ৮ ফেব্রয়ারি রাতে দেশের সর্ববৃহৎ ১৩২০ মেগাওয়ার্ট কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এসএস পাওয়ার প্ল্যান্টের বাইরে উত্তর পাশে সংঘটিত ঘটনার জের ধরে ৯ ফেব্রয়ারি সকালে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রামের সুগন্ধা এলাকার বাসা থেকে চেয়ারম্যান মো: লেয়াকত আলীকে গ্রেফতার করে।
এরপর সংঘটিত ঘটনায় বাঁশখালী থানা পুলিশের এসআই গন্ডামারা পাওয়ার প্ল্যান্টে দায়িত্বরত এসআই লিটন চাকমা বাদী হয়ে পুলিশের উপর হামলার অভিযোগে, ডিবি পুলিশের এসআই হুমায়ুন কবির অস্ত্র মামলা এবং ঠিকাদার মো: সায়মন কায়ছার বাদী হয়েছে চাদাঁবাজি ও মারধরের ঘটনায় পৃথক তিনটি মামলা করে। সে সব মামলায় সহ বিগত দিনে সংগঠিত ঘটনায় মামলার আসামি হিসাবে তিনি কারাগারে ছিলেন । অপরদিকে বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লেয়াকত আলীকে তাঁর দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৭ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের কথা জানানো হয়। ফলে তিনি জামিনে মুক্ত হলেও যতদিন পর্যন্ত সাময়িক বরখাস্ত হওয়া বিষয়ে চূড়ান্ত হচ্ছে ততদিন পর্যন্ত দায়িত্ব পালন করকে পারবে না বলে জানান বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী । তিনি বলেন,মামলা থেকে হামিন পাওয়া আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পদ থেকে বহিঃস্কার হওয়া দুটি ভিন্ন বিষয় বলে তিনি জানান ।