আনোয়ারা উপজেলায় ইয়াছমিন আকতার প্রকাশ উর্মী (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এটাকে পরিকল্পিত হত্যা দাবি করেন তার বাবার বাড়ির লোকজন।
বৃহস্পতিবার (০৮ জুন) সকাল দশটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড ওয়াহেদ আলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সে নিজ রুমের চালের সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে জানান শশুর বাড়ির লোকজন।
আরও পড়ুন ; সীতাকুণ্ডে অন্তঃসত্বা গৃহবধূকে হত্যা করে আগুনে পোড়ালো দুর্বৃত্তরা
জানা যায়, উর্মী রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোল্লাপাড়া ঘাটকুল এলাকার আব্দুস সত্তারের মেয়ে। গত প্রায় ২বছর আগে একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড ওয়াহেদ আলী বাজার এলাকার মুহাম্মদ হাসনের ছেলে মোঃ কাশেমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় তার৷ কাশেম সিএনজি গ্যারেজে কাজ করে। তাদের ঘরে হোছাইন বিন কাশেম নামের ১০ মাসের এক পুত্র সন্তান রয়েছে।
আরও পড়ুন;আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
ঘটনার বিষয়ে উর্মী’র শশুর বাড়ির লোকজন জানান, সকালে তার স্বামী কাজে গেছে আর শাশুড়ীও বাইরে ছিলো। এই ফাঁকে নিজ রুমে গিয়ে আত্মহত্যা করে সে।
আরও পড়ুন: আনোয়ারায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা
আত্মহত্যার বিষয়টি অস্বীকার করে উর্মী’র মা শামসুন নাহার বলেন, গত তিনদিন ধরে আমার মেয়ের সাথে কথা হয়নি। এরপর জামাইকে ফোন দিয়ে মেয়ের সাথে কথা বলতে চাইলে সে জানায় সে এখন কাজে বাসায় গিয়ে কল দিবে। আজ সকালে কল দিয়ে বলতেছে আমার মেয়ে না-কি কথা বলতেছে না। আমি বললাম আপনারা ডাক্তারের কাছে নেন আমরা আসতেছি। কিন্তু তৎক্ষনাৎ মেয়ের শশুর বাড়ি এসে দেখি তারা আমার মেয়েকে মৃত অবস্থায় শুয়ে রেখেছে ডাক্তারের কাছে নেয়নি। জানতে চাইলে উর্মীর শাশুড়ী জানায় আমার মেয়ে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে আর জামাই বলতেছে রশি পেচিয়ে আত্মহত্যা করেছে। অথচ তাদের ঘরে রশি টাঙ্গিয়ে আত্মহত্যা করার মতো অবস্থা নাই। তারা আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে। যদি আমার মেয়ে আত্মহত্যা করে থাকে তাহলে পুলিশ আসার আগে তারা আমার মেয়েকে নামালো কেন!
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাছান বলেন, পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে।