পটিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

শেয়ার

পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক মোঃ পারভেজ আলমকে(২১) আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৫ মে ) উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ধর্ষক পারভেজ একই এলাকার মোঃ আবদুল আলমের পুত্র।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ধর্ষক পারভেজের বিরুদ্ধে এজাহার দায়ের করে।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরী (১৫) সকাল ১১টার সময় কাপড় শুকাতে দিতে গেলে একই পাড়ার পারভেজ তাকে জোর করে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায় । এসময় তাকে জোর পূর্বক ধর্ষণ করার সময় চিৎকার, চ্যাঁচামেচির শব্দ পেয়ে স্থানীয় লোকজন পারভেজকে ধরে ফেলে। পরে এলাকার লোকজন বিষয়টি পুলিশকে জানালে পটিয়া থানার উপপরিদর্শক বিলাল পারভেজকে আটক করে থানায় নিয়ে আসে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, ধর্ষণের সংবাদ পেয়ে আমরা ভিকটিম এবং ধর্ষক উভয়কে পুলিশি হেফাজতে নিয়ে আসি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় প্রাপ্ত এজাহারটি মামলা প্রক্রিয়াধীন আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ