প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে: নোমান আল মাহমুদ এমপি

শেয়ার

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ (২৪ এপ্রিল) বুধবার বেলা ১২ টায় পশ্চিম গোমদন্ডী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব শফিউল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ এমপি।

নোমান আল মাহমুদ বলেন, আমাদের শিশু সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এবং শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য মাননীয় প্রধান মন্ত্রীর বহুমুখী পদক্ষেপ প্রশংসিত হচ্ছে।গরীব ও দুস্থ শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়াশুনা ও উপবৃত্তি প্রদান করায় শিক্ষার হার জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, পৌরমেয়র জহুরুল ইসলাম জহুর, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, আব্দুর রউফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পশ্চিম গোমদন্ডী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কামাল উদ্দিন, হাজী মোহাম্মদ মুসা, মোঃ মোরশেদ আলম, মনজুর মোরশেদ, শাহনাজ পারভীন, মোহাম্মদ মঈনউদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে আনুষ্ঠানিকভাবে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান সহ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ সদস্য নোমান আল মাহমুদ এমপিসহ অন্যান্য অতিথিরা।

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ