পটিয়ায় বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার, আটক ২

শেয়ার

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়ন থেকে ১৪০৬ লিটার মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভেল্লাপাড়া খালের পাড় থেকে বস্তাবন্দী অবস্থায় এ বিপুল পরিমান মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, জিরি ৮নং ওয়ার্ডের সিরাজুল হকের পুত্র আব্দুল মাবুদ (৩৪), একই ওয়ার্ডের মৃত মুন্সী মিয়ার পুত্র মোঃ রুবেল (২৬)।

পটিয়া থানার উপ পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষ জানান, বিশাল মদের চালান খাল পাড়ের জঙ্গলে মজুদ করার সংবাদ পেয়ে এস আই বিলাল আকন্দ সহ একটি ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছাই। এসময় স্থানীয় মেম্বার নাছির সহ এলাকার লোকজনের উপস্থিতিতে খালের পাড়ে কালো পলিথিনে ঢেকে রাখা অবস্থায় বস্তাবন্দী চোলাই মদ গুলো উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা দীর্ঘদিন যাবত এলাকায় তাদের অপরাপর সহযোগীদের সহায়তায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, চোলাই মদ উদ্ধারের ঘটনায় মামলা পরবর্তী আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন। আশা করছি মদ ব্যবসার মূল হোতাকে অচিরেই আইনের আওতায় আনতে সক্ষম হব।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ