চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে ৮৫০ পিস ইয়াবাসহ জালাল হোসেন (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ মে) রাত সাড়ে ৮টার দিকে সিনেমা প্যালেস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তাকে আজ (মঙ্গলবার) সকালে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ট্রেনের শিডিউল বিঘ্ন, ১৫ মিনিট পেছাল চবির ভর্তি পরীক্ষা
গ্রেপ্তার জালাল হোসেন (৪৩) কক্সবাজার জেলার টেকনাফ থানার সদর ইউনিয়নের গোদারবিল গ্রামের মৃত জলিলুর রহমানের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, সোমবার রাত সাড়ে আটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে জালাল হোসেন নামের ওই কারবারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা জব্ধ করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।