কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের উদ্যোগে কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

শেয়ার

কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের আয়োজনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে কবি ও গীতিকার অরূপ কুমার বড়ুয়ার সভাপতিত্বে এবং কবি ও আবৃত্তি শিল্পী বনশ্রী বড়ুয়া রুমির সঞ্চালনায় গত ১২ মে শুক্রবার বিকাল ৫টায় এক মনোজ্ঞ কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের চেয়ারম্যান দুই বাংলার খ্যাতিমান আবৃত্তি শিল্পী ঈশিতা দাস অধিকারীর জন্মদিন উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

একইসাথে ভারত থেকে আগত অতিথিদের পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে দেয়া হয়। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সূচনা বক্তব্য রাখেন কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক কবি সুমন রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট কবি ও বীর মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী, উপদেষ্টা লায়ন শওকত উল ইসলাম ও সাধারণ সম্পাদক নান্টু বড়ুয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোধন আবৃত্তি সংসদের পরিচালক এস.এম আবদুল আজিজ, চট্টগ্রাম একাডেমির পরিচালক জাহাঙ্গীর আলম, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফরিদা করিম, বিশিষ্ট সংগঠক মাখন লাল দাশ, মোহনলাল দাশ, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, অঞ্জন বড়ুয়া নোটন, সাংবাদিক সুমন বড়ুয়া প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলকাতা থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক মৈমনসিংহ-গীতিকা সংগ্রাহক এপার-ওপার বাংলার সাহিত্যের পথিকৃত ‘আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির’ সাধারণ সম্পাদিকা দেবকন্য সেন।

তিনি মঞ্চে কবিতাকুঞ্জ সাহিত্য পরিবারের সভাপতি কবি অরূপ কুমার বড়ুয়াকে উত্তরীয় পরিয়ে দিয়ে রূপার কলম প্রদান করে করেন।

উপস্থিত সকলকে মনোজ্ঞ আবৃত্তির মাধ্যমে মুগ্ধ করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী ঈশিতা দাশ অধিকারী ও ভারত থেকে আগত আবৃত্তি শিল্পী অতসী চট্টোপাধ্যায়, আবৃত্তি শিল্পী সুজলা সাহা, আবৃত্তি শিল্পী লীনা বিশ্বাস। দ্বৈত আবৃত্তিতে অংশ নেন স্মরনিকা চৌধুরী, ফারুক আহমেদ রাজু, সুপ্রিয় বড়ুয়া, মুন্না চৌধুরী, বনশ্রী বড়ুয়া, ইভা আলমাস ও উত্তম কুমার দাশ।

একক আবৃত্তিতে অংশ নেন তটিনী বড়ুয়া, ফারুক হোসেন, শিরিন আফরোজ, সিমলা চৌধুরী, তারিফা হায়দার, শিশির আজাদ চৌধুরী, নোটন দাশ, পূরবী বড়ুয়া, শ্রাবন্তী বড়ুয়া, জাহাঙ্গীর আলম, হোসেন মোঃ ইব্রাহিম, প্রতিমা দাশ, রীতা ধর, সুমন রহমান ও আঞ্চলিক ছড়া পাঠ করেন নান্টু বড়ুয়া।

অনুষ্ঠানের সভাপতি কবি অরূপ কুমার বড়ুয়া সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ