জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে তিনি সুস্থ আছেন।
স্থানীয় সময় শনিবার (১৫ এপ্রিল) দেশটির ওয়াকাইয়ামা শহরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওয়াকাইয়ামা শহরের সমাবেশে জাপানের প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা ছিল। নির্দিষ্ট সময়ে তিনি মঞ্চে ওঠার পরপরই তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়।
তবে, নিরাপত্তা কর্মীদের তৎপরতার কারণে তার কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
ফুমিও কিশিদাকে ছোড়া বোমাটি প্রাণঘাতী ছিল না। সেটি ‘স্মোম বোম্ব’ ছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ধরনের বোমায় ব্যাপক পরিমাণে ধোঁয়া সৃষ্টি হলেও বিস্ফোরণজনিত ক্ষয়ক্ষতি হয় না।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে একটি সভায় বক্তব্য দেওয়া সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়।