নির্বাচন কমিশন স্বাধীন; নির্বাচন কীভাবে হবে সে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের আছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, এর আগেও বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়েছে। সেখানে ভোটের গ্রহণ যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি।
তিনি বলেন, নির্বাচন কমিশন ইভিএম কেনা এবং মেরামতের জন্য প্রায় ১ বিলিয়ন ডলার চেয়েছিল। রাশিয়া-ইউক্রেন সংঘাত ও বাস্তবতা বিবেচনায় নির্বাচন কমিশনকে এতো টাকা দেয়া সম্ভব কিনা সেটাও একটা প্রশ্ন। দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবো বলেও জানান তিনি।