মঙ্গলবার, ১৩ মে ২০২৫

সাঙ্গু নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ, ২১ ঘণ্টা পর লাশ উদ্ধার

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

সাতকানিয়ায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে মো. সোহাদী হাসান সোহাগ নামে সাড়ে পাঁচ বছর বয়সী এক শিশু নিখোঁজের দীর্ঘ প্রায় ২১ ঘণ্টা উৎকণ্ঠার পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার সকাল পৌঁনে আটটার দিকে চট্টগ্রাম ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বিওসির মোড়স্থ সাঙ্গু নদীর রেল ব্রিজ এলাকায় নদীর গভীরে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।

নিহত শিশু সোহাগ বিওসির মোড়ের নতুনপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডার গার্ডেন স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী।

সাতকানিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, আজ সকাল আনুমানিক ছয়টার দিকে চট্টগ্রাম আগ্রাবাদের পাঁচজন ও সাতকানিয়া ফায়ার সার্ভিসের আটজনসহ মোট ১৩ জন ডুবুরির একটি দল যৌথভাবে শিশুটি উদ্ধারের জন্য সাঙ্গু নদীতে অভিযান শুরু করে। প্রায় পৌঁনে দুই ঘণ্টা অভিযান শেষে নিখোঁজ হওয়া স্থানের প্রায় ৩৫ থেকে ৪০ ফুট গভীরতা থেকে শিশুটির লাশ উদ্ধার করে নদীর তীরে উঠানো হয়।

তিনি আরও বলেন, গত সোমবার সকালে শিশুটি সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার খবর শুনে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি দল শিশুটিকে উদ্ধারের জন্য অভিযান চালিয়েছিল। নদীতে জোয়ার থাকার কারণে অভিযান চালাতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল। তবুও চেষ্টা করেছিলাম, ভাগ্য খারাপ অন্ধকার নেমে আসায় উদ্ধার কাজ অসমাপ্ত রেখেই নদী থেকে উঠে আসতে হয়েছিল উদ্ধারকারী দলকে। শিশুটির লাশ সাতকানিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে শিশু সোহাগের বাবা ও বাসের হেলপার মনিরুল ইসলাম বলেন, গত সোমবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে আমার বড় ছেলে মেহেদী হাসান সবুজের সাথে সাঙ্গু নদীতে গোসল করতে যাই ছোট ছেলে সোহাগ। তাদের সাথে পাড়ার আরও এক ছেলে ছিল। সোহাগ প্রথমে গোসল করতে নেমে পানি থেকে আর উঠেনি। বড় ছেলে ও পাড়ার ছেলেটি সোহাগ গোসল করে বাড়ি চলে গেছে মনে করে তারাও গোসল শেষে বাড়ি চলে আসে। কিন্তু বাড়ি এসে সোহাগকে না দেখে বিষয় আমি ও তার মাকে জানায়। পরে আমরা নদীর পাড়ে গিয়ে দেখি তমা গ্রুপের বালু উত্তোলনকৃত গর্তের মুখে সোহাগের প্যান্ট ও জুতা দেখা যাচ্ছে, কিন্তু সোহাগকে দেখা যাচ্ছে না। পরে স্থানীয় জেলে পাড়ার লোক ও জাল দিয়ে ছেলেকে খুঁজলেও পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে উদ্ধার করতে চেষ্টা করেও সফল হয়নি । আজ সকালে (মঙ্গলবার) নদী থেকে আমার ছেলের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

তিনি আরও বলেন, আমার পৈত্রিক নিবাস চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে হলেও আমি বিওসির মোড় এলাকায় পরিবার নিয়ে প্রায় ১৮ বছর যাবৎ ভাড়া বাসায় বসবাস করে আসছি। আমি শ্যামলী বাসের সুপার ভাইজার হিসেবে চাকুরি করি। আমার দুই ছেলে সন্তান রয়েছে। এর মধ্যে সোহাগ ছোট।

স্থানীয় ইউপি সদস্য আবদুল গফুর মুক্তা ও আবদুল আজিজ নামে একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, তমা কনস্ট্রাকশন ফার্মের ক্রমাগত বালু উত্তোলনের কারণে সাঙ্গু নদীর বিভিন্ন স্থানে বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হয়। বালু উত্তোলনের সময় আমরা বাধা দিতে গেলে এলাকার কিছু দুর্বৃত্ত আমাদের প্রথমে হুমকি—ধমকি দেয়। পরে পুলিশ দিয়ে মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখালে বালু উত্তোলন বন্ধে কেউ সাহস দেখাইনি। শিশু সোহাগও গভীর গর্তের অথৈই জলের মধ্যে তলিয়ে নিখোঁজ হয়। শিশুটি যখন গোসল করতে নামে তখনো ৩০ ফুট দূরে তমা গ্রুপের ড্রেজার মেশিন চলছিল। এমনও হতে পারে ড্রেজার মেশিনের টানে সোহাগ পানিতে তলিয়ে গেছে।

তারা আরও বলেন, বিগত বছরের মার্চ মাসে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে মুনতাহা নামে পাচঁ বছরের আরেকটি শিশু মারা গিয়েছিল।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের নিকট থেকে লাশ বুঝে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে প্রাথমিক তদন্তে জানা গেছে শিশুটি পানিতে পরে মারা গেছে। তবুও পরিবার লাশ বুঝে নেওয়ার জন্য আবেদন করলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আকবরশাহে মাদকবিরোধী অভিযান: ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন নিউ শহীদ লেইনের বিহারী কলোনী...

আম গাছ থেকে পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নে আম গাছ থেকে পড়ে মো....

বোয়ালখালীতে সেনা অভিযানে অস্ত্রসহ যুবক আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়অস্ত্রসহ মো.ইমরান হোসেন...

চকরিয়ায় বিদ্যুতের তারে আটকে প্রাণ গেল চোরের

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে এক...

চট্টগ্রামে সুচিন্তা ফাউন্ডেশনের সমন্বয়ক এডভোকেট জিনাত সোহানা আটক

সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক, সিডিএ’র সাবেক সদস্য ও...

চুরি হওয়া কাভার্ডভ্যানটিসহ আটক ১

নগরের সিনেমা প্যালেস এলাকা থেকে চুরি করা একটি কাভার্ডভ্যান...

আরও পড়ুন

আকবরশাহে মাদকবিরোধী অভিযান: ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন নিউ শহীদ লেইনের বিহারী কলোনী এলাকায় একটি বসতঘরে অভিযান চালিয়ে ৮ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে...

আম গাছ থেকে পড়ে প্রাণ গেল বৃদ্ধের

চন্দনাইশ উপজেলার জোয়ারা ইউনিয়নে আম গাছ থেকে পড়ে মো. কুরবান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার...

বোয়ালখালীতে সেনা অভিযানে অস্ত্রসহ যুবক আটক

চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়অস্ত্রসহ মো.ইমরান হোসেন মুন্না(৩৮) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৩ মে) ভোর ৪টার দিকে উপজেলার পশ্চিম কধুরখীল...

চকরিয়ায় বিদ্যুতের তারে আটকে প্রাণ গেল চোরের

কক্সবাজারের চকরিয়ায় চুরি করতে গিয়ে বিদ্যুতের তারে আটকে এক চোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৩ মে) গভীর রাতে  উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড অলি বাপের...