সর্বোচ্চ ১৯৫ টাকায় ব্রয়লার মুরগি বিক্রি করবে চার প্রতিষ্ঠান

শেয়ার

আসন্ন রমজানের প্রথম দিন থেকে খামারি পর্যায়ে ব্রয়লার মুরগির দাম কমবে ৩০ থেকে ৪০ টাকা। দাম কমিয়ে ১৯০ থেকে ১৯৫ টাকা কেজিতে মুরগি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে পোলট্রি খাতের সবচেয়ে বড় চারটি উৎপাদনকারী প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে রুদ্ধদ্বার বৈঠক শেষে এমন ঘোষণা দেয় এই চারটি প্রতিষ্ঠান। এতে ব্রয়লার মুরগির বাজারে কিছুটা লাগাম টানা সম্ভব হবে বলে মনে করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অতীতের লোকসান পোষাতে ব্রয়লার মুরগির দাম বাড়তি রাখা হচ্ছে, গেল ৯ মার্চ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বৈঠকে এমন কথা স্বীকারের পর আরেক দফা ব্রয়লার মুরগির দাম বাড়ায় কোম্পানিগুলো।

ফিডের দাম বাড়ার অজুহাতে আর লোকসান পোষাতে লাভের মার্জিন ঠিক রেখে খামারি পর্যায় ২০০ টাকার মুরগির দাম বাড়িয়ে করা হয় ২৩০ টাকা। বাজারে সেই মুরগি বিক্রি হয় ২৭০ টাকায়। ফলে বাড়তে থাকা এই দামের লাগাম টানতে আবারো বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠকে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পোল্ট্রি খাতের বড় চার কোম্পানির সাথে ভোক্তা অধিকারের দীর্ঘক্ষণ বৈঠক শেষে রমজান মাস উপলক্ষে ব্রয়লার মুরগির দাম কমানোর সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানগুলো।

বর্তমান বাজারে খামারি পর্যায় ২৩০ টাকার মুরগি ১৯০ থেকে ১৯৫ টাকায় বিক্রির ঘোষণা দেয় প্রতিষ্ঠানগুলো। এই চার কোম্পানি হলো কাজী ফার্মস লিমিটেড, আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ এবং প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড।

কাজী ফার্মসের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান বলেন, ‘আলোচনা ফলপ্রসূ হয়েছে। ওনাদের কাছে অনেক তথ্য ছিল না, আবার আমরাও জানতাম না। এখন আলোচনার পরে সিদ্ধান্তে আসতে পেরেছি। এখন থেকে আমরা ফার্মের ফটক থেকে ১৯০–১৯৫ টাকা কেজিতে ব্রয়লার মুরগি পাইকারিতে বিক্রি করব।’

এসময় খামারিরা দাবী করেন, পবিত্র রমজান উপলক্ষে লোকসান করে বাজারে মুরগি বিক্রি করবেন তারা।

আফতাব বহুমুখী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক ফজলে রহিম খান বলেন, ‘গত বছর থেকে এই সময়ে ভুট্টা ও সয়াবিনের দাম সর্বোচ্চ ১৩০ শতাংশের বেশি বেড়েছে। এরপরও পবিত্র রমজানের জন্য আমরা ব্যবসার ক্ষতি করে হলেও আজকে নির্ধারিত দামে ব্রয়লার বিক্রি করব।’

সব ধরনের খরচ বাদ দিয়ে বিভিন্ন পর্যায় প্রায় ৫০ থেকে ৬০ টাকা কেজি প্রতি ব্রয়লার মুরগিতে অতিরিক্ত লাভ করে আসছে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। খামারি পর্যায় দাম কমলে পাইকার ও খুচরা পর্যায় দামের লাগাম টানা হবে বলেও জানান তিনি।

এদিকে, রমজান মাস জুড়ে মুরগির দাম আর না বাড়লেও, রমজানের পর ফিডের দামের উপর নির্ভর করবে বলে জানান বড় খামারিরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ