ফটিকছড়িতে খোলা জায়গায় টয়লেট স্থাপন করায় জরিমানা আদায়

শেয়ার

ফটিকছড়িতে খােলা জায়গায় টয়লেট স্থাপন করে খালে মলমূত্র ফেলার কারনে শাহাজাহান নামের এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার ২১ মার্চ বিকেলে উপজেলার বখতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি।

জানা যায়, ওই এলাকার বাসিন্দা শাহজাহান দীর্ঘদিন ধরে তার বসত ঘরের সন্নিকটে খোলা জায়গায় টয়লেট স্থাপন করে মলমূত্র পাশ্ববর্তী খালে ফেলে আসছিল। এ বিষয়ে স্থানীয়রা কয়েক দফা আপত্তি জানালেও কর্ণপাত করেনি শাহজাহান। খবর পেয়ে এ স্থানে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানি বলেন, স্যানিটেশন আইন অনুযায়ী খোলা জায়গায় টয়লেট স্থাপন করার কোন সুযোগ নেই। বক্তপুর ইউনিয়নে এক ব্যাক্তি আইন লঙ্গন করে টয়লেট স্থাপন করায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ