এত ভাইরাল হবে বুঝতে পারিনি: নিপুণ

শেয়ার

অনেকটা ওজন কমিয়ে বোল্ড লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী নিপুণ আক্তার। তার সেই ছবিগুলো লুফে নিয়েছেন নেটিজেনরা। তবে অভিনেত্রী বুঝতে পারেননি, ছবিগুলো ভাইরাল হবে।

ছবি দুটি প্রসঙ্গে নিপুণ জানান, ‘মাসখানেক আগে কলকাতায় এই ফটোশুট করেছিলাম। নিজের কাছে দেখতে ভালো লাগছিল বলেই ছবি দুটি পোস্ট দিয়েছি। তবে পোস্ট করার আগে বুঝতে পারিনি, এতটা ভাইরাল হবে।’

তিনি যোগ করেন, ‘কলকাতায় একটি সিনেমার স্ক্রিন টেস্ট দিয়েছি। ক্যারেক্টার অনুযায়ী এই শুট করেছিলাম। তবে সিনেমাটি নিয়ে এখনই বলতে পারব না, নিষেধ আছে। আপাতত সারপ্রাইজ হিসেবে থাকুক। কিছুদিন পর সবাইকে জানাবো।’

নিপুণের আবেদনময়ী লুক নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘শিল্পী সমিতির নির্বাচন ঘিরে প্রচুর সমালোচনা শুনতে হয়েছে। এখন আর এসব ছোটখাটো সমালোচনা পাত্তা দেই না।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৪ মার্চ) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডির প্রোফাইল ও কাভার ফটো পরিবর্তন করেন নিপুণ।

একই সময়ে তোলা দুটি ছবিতেই নজর কেড়েছেন তিনি। তবে নিপুণকে এমন রূপে দেখে নেটিজেনদের অনেকেই রীতিমতো ধাক্কা খেয়েছেন। নিপুণের সহকর্মীরাও মন্তব্যের ঘরে বিস্ময় প্রকাশ করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist