ডাঙ্গারচরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেয়ার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের উত্তর ডাঙ্গারচর তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ও বুধবার (১৪,১৫ মার্চ) ২দিনব্যাপী মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ওসমান গণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আতাউর রহমান নঈমী।

এতে বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল করিম আল কাদেরী, ডাঙ্গারচর দোভাষীর গোলা জামে মসজিদের খতিব মাহবুবুর রহমান আল কাদেরী, সল্টগোলা জামে মসজিদের খতিব মাওলানা হোসাইন আল কাদরী, ডাঙ্গারচর ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার সাহাব উদ্দিন, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম হৃদয়, উত্তর ডাঙ্গারচর তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোঃ আব্বাস, গাউছিয়া মুনিরীয়া হিফজুল কুরআন মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ মুহাম্মদ আমিরুল ইসলাম,হাফেজ মোঃ হেলাল উদ্দিন,হাফেজ সাজ্জাদ হোসাইন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষিকা আফরোজা খানম, আরজু আক্তার, রাশেদা বেগম,আইডিয়াল স্কুলের শিক্ষক রাফাত চৌধুরী, মোঃ সোলায়মান, মোঃ ফারুক,মোঃ ইকবাল, সাহাব উদ্দিন, সালাউদ্দীন, ইরফাত হোসেন, সোহেল রানা, মোঃ রাসেল, মোঃ হৃদয়, মোঃ আকবর প্রমুখ।

সার্বিক পরিচালনায় ছিলেন ডাঙ্গারচর মহছানিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ এইচ. এম হাবিবুল্লাহ মিজবাহ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর আগে প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে খেলাধূলা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিসহ কয়েক শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist