প্রধানমন্ত্রী একাধিকবার ফোন দিয়ে খেলার খোঁজ নেন: পাপন

শেয়ার

ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ জিতে ইংল্যান্ডকে বাংলাওয়াশ করলো টাইগাররা। যে কোনো ফরম্যাটের ক্রিকেটে ইংলিশদের বিপক্ষে প্রথমবার এমন কীর্তি গড়ে বাংলাদেশ।

ইংল্যান্ডকে বাংলাওয়াশ করার লড়াইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার ফোন দিয়ে খেলার খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করার পর বিসিবি সভাপতি বলেন, ‘(প্রধানমন্ত্রীর খোঁজ নেওয়া প্রসঙ্গে) একবার না, একাধিকবার।

এমনকি যখন নাকি লিটন দাস চার-ছক্কা মারছিলো; তখন উনি বলেছেন, এই এত ছয় মারতে গিয়ে আউট হয়ে যায় যদি। আমি বলেছি, আউট হলেও কোন অসুবিধা নেই। আর কয়েকটা বল বাকি আছে এই খেলায় মারতেই হবে।‘তো এই রকম আমি বলছি খেলার মাঝখানেও ফোন দিয়েছেন।

উনি প্রতিটা বল বাই বল খেলা দেখেছেন। খেলা শেষ হওয়ার পরেও ফোন করেছিলেন, আমি বারান্দায় ছিলাম আওয়াজ শুনিনি। ঢুকেই দেখি ওনার মিসড কল; পরে আবার আমি ফোন করেছি তো উনি সকলকে অভিনন্দন জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী খুবই খুশি।

ওটাই বলছিলেন যে, ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ উনি চিন্তাও করতে পারেননি, আমরাও পারিনি। ’

মঙ্গলবার মিরপুর শেরে বাংলায় সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়ে বাংলাওয়াশ করেছে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist