উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলি: গুলিবিদ্ধ ৩

শেয়ার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বি-৩৫ ব্লকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে উখিয়ার বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে বি-৩৫ ব্লকে বহিরাগত কিছু দুষ্কৃতিকারী সশস্ত্র অবস্থায় প্রবেশের চেষ্টা চালায়।

এতে ক্যাম্পে অবস্থানকারী প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা ওই দুষ্কৃতিকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় ১০ মিনিট ধরে গোলাগুলির ঘটনা ঘটে।

গোলাগুলির ঘটনায় ২-৩ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।

তিনি বলেন, ‘স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্র্যাক পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।

এ সময় আহত মো. রফিককে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। গুলিবিদ্ধ মোহাম্মদ রফিক বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্প বি-৩৫ ব্লকের বাসিন্দা।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির এ ঘটনা ঘটেছে। তারপরও পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist