কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবারও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বি-৩৫ ব্লকে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে উখিয়ার বালুখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে বি-৩৫ ব্লকে বহিরাগত কিছু দুষ্কৃতিকারী সশস্ত্র অবস্থায় প্রবেশের চেষ্টা চালায়।
এতে ক্যাম্পে অবস্থানকারী প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা ওই দুষ্কৃতিকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় ১০ মিনিট ধরে গোলাগুলির ঘটনা ঘটে।
গোলাগুলির ঘটনায় ২-৩ জন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়।
তিনি বলেন, ‘স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্র্যাক পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
এ সময় আহত মো. রফিককে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেন। গুলিবিদ্ধ মোহাম্মদ রফিক বালুখালী ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্প বি-৩৫ ব্লকের বাসিন্দা।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির এ ঘটনা ঘটেছে। তারপরও পুলিশ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।