আনন্দমুখর পরিবেশে রাঙ্গামাটিতে উদ্যম ফাউন্ডেশনের বার্ষিক বনভোজন ও পূর্নমিলনী অনুষ্ঠিত 

শেয়ার

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের কাপ্তাই লেক আর সবুজ পাহাড় ঘেঁরা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা রাঙ্গামাটি। সাপ্তাহিক ছুটির দিনে প্রিয়জনদের সাথে সময় কাটাতে এই লীলভুমিতে আয়োজন করা বার্ষিক মিলনমেলা ও বনভোজন।আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধ হয় সকলে। বনভোজনে অংশগ্রহণকারী বয়স্করাও বয়সের সীমাবদ্ধতা ভুলে নাচে-গানে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠে।

মিলনমেলায় এমন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দিন কাটালো পার্বত্য চট্টগ্রামের সু-পরিচিত সেচ্ছাসেবী সংগঠন উদ্যম ফাউন্ডেশন সংগঠনটির সদস্যরা। আনন্দ ভাগাভাগি করতে অংশ নেয় সংগঠনের বাইরের লোকজনও। স্লোগান ছিল “একতাই শক্তি, একতাই বল, মোরা সদা জাগ্রত, এক নবীন দল”।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাঙ্গামাটি সদরের দিঘোলীবাগ হিল ভিউ রিসোর্টে আনন্দমুখর পরিবেশে খেলাধুলা, র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় এ বনভোজন ও মিলনমেলায়।

সংগঠনটির সদস্যরা জানান, উদ্যম ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে থাকে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ, ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ, বিনামূল্যে রক্তদান, রক্ত পরীক্ষা নির্ণয় ও অসহায় রোগীদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সেচ্ছাসেবী কাজ করে থাকি।

তারা আরও জানায়, সংগঠনটির পথচলা সুন্দর ও শুভ করার জন্য প্রতি বছর অনেক মানবিক ও সেচ্ছাসেবী ভাই ও বোনেরা উদ্যমের সদস্যপদ গ্রহণ করে থাকেন। কিন্তু আমরা সকলে একত্রে মিলিত হতে পারি না। একসাথে মিলিত হওয়ার জন্যই প্রতি বছর মিলনমেলা ও বনভোজনের আয়োজন করা হয়।

উল্লেখ্য, একঝাঁক তরুণ মিলে তিন পার্বত্য জেলা নিয়ে ২০২০ সালের ২ আগস্ট প্রতিষ্ঠা করা হয় স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যম ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্নের শুরুতে বাঘাইছড়ি উপজেলার দক্ষিণ সরোয়াতলী গ্রামের গরীব পরিবারের হার্টের রোগী শিশু গহিনা চাকমার অপারেশনর চিকিৎসার খরচ বহন করে সংগঠনটি। অর্থ উত্তোলনের মাধ্যমে ঢাকায় দীর্ঘ কয়েকমাস যাবৎ চিকিৎসা করে গহিনা চাকমাকে সুস্থ করে হাসি ফুঁটিয়ে দিয়ে তাঁর বাবার কাছে তুলে দেয় পার্বত্য চট্টগ্রামের সুপরিচিত এই উদ্যম ফাউন্ডেশন।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist