রামুতে বন, বন্যপ্রাণীর অভয়াশ্রম ও পাহাড় কাটার ধ্বংসযজ্ঞ 

শেয়ার

বন্যপ্রাণীর অভয়াশ্রম, ঘন প্রাকৃতিক বন,হাতির করিডোর উজাড় ও পাহাড় কাটার ধ্বংসযজ্ঞ চলছে কক্সবাজারের রামুতে।

রামু রাজারকূলের পাহাড়তলীতে সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে মাটি বিক্রির হিড়িক পড়েছে। এরপর প্লট করে গৃহনির্মাণ, তারপর চড়াদামে হচ্ছে বিক্রি। একটি ভূমিদস্যু চক্রের এহেন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী।

রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পাহাড়তলি ২নং ওয়ার্ডে ঘটছে এ ঘটনা।

স্থানীয় আবদুল মান্নান ও তার ভাই আব্দুস ছালামের নেতৃত্বে পাহাড় খেকো সিন্ডিকেট বনাঞ্চল দখল করে মাটি ও প্লট বানিজ্য।

সন্ত্রাসী আবদুল মান্নান এলাকায় প্রভাবশালী মাস্তান হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায়, ভূমি দখল, বনবিভাগের জায়গা নিজের মনে করে এক জায়গা একই জমি একাধিক জনকে বিক্রি করে থাকে এমন অভিযোগ স্থানীয়দের।

মান্নানের ভাই আব্দুস ছালামের রয়েছে শক্তিশালী পাহাড়খেকো সিন্ডিকেট। তার মূল কাজই হচ্ছে, পাহাড় কাটা আর বিক্রি করা।

বন্য পশুর আবাসস্থল, হাতি চলাচলের করিডোর বন্ধ করে দিয়েছে এই বনখেকোরা। শুধু তাই নয়,তারা বনের বড় বড় গাছ কেটে অবৈধভাবে পাচার করছে রাতের আধারে। লোকালয়ে থাকা হাতি বন সাবাড় হওয়ায় এখন বাড়ি ঘরে হানা দিচ্ছে প্রতিনিয়ত। আতংকে থাকেন এলালাবাসী।

মান্নানের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। পাহাড় কাটা, ডাকাতি, ধর্ষণ,নারী কেলেংকারীসহ বহু মামলার পলাতক আসামী।তার এ অপকর্মের প্রতিবাদ করায় স্থানীয় এক ইউপি সদস্যও তার নির্যাতনের হাত থেকে রেহায় পায়নি। এ ব্যাপারে থানায় মামলাও হয়েছে।

বনবিভাগের সদস্যদের সাথে সখ্যতা থাকায় সেই সুযোগ কাজে লাগিয়ে চালিয়ে যাচ্ছে পাহাড় নিধন, গাছ কাটা,মাটি বিক্রি, পাহাড়ীভূমি সমতল করে প্লট বানিয়ে করছে বিক্রি। তার জুলুম, নিযাতনের শিকার এলাকার নিরীহ লোক। এই সুযোগে এবার শুরু করছে দালানবাড়ি নির্মাণ কাজ।

এ ব্যাপারে রাজারকূল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হাসান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে।তাদের পাহাড় কাটা বন্ধ করতে একাধিকবার অভিযান ও চালানো হয়েছে কিন্তু তাদের ধরতে পারিনি।তবে বনবিভাগের অভিযান অব্যাহত থাকবে ।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist