উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল যুবকের

শেয়ার

কক্সবাজারের উখিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত ও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টায় উখিয়া উপজেলার কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুনুর রশীদ কক্সবাজার পৌরসভার রুমালিয়ারছড়া সবুজবাগ এলাকার বাসিন্দা। আহত যুবক মামুনুর রশিদের বন্ধু।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘বিকালে মামুনুর রশীদ বন্ধু সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে টেকনাফে বেড়াতে গিয়েছিল। রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে মামুনুর রশিদ মারা যায়। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

জেলা সদর হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্য রিপন চৌধুরী বলেন, রাত সাড়ে ৯টায় সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে আনা হলে হাসপাতালের চিকিৎসক মামুনুর রশিদকে মৃত ঘোষণা করেন। আহত বন্ধু ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ