মুচলেকা দিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার রাজনীতি ছাড়ার বিষয়ে শেখ সেলিম প্রমাণ ছাড়া কথা বলেননি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আর দলের ভেতর এখনো বিশ্বাসঘাতক আছে উল্লেখ করে কাদের বলেছেন, শেখ হাসিনার জীবন নিরাপদ নয়।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথ সভায় তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শেখ সেলিম দাবি করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করবেন না, এমন মুচলেকা দেওয়া হয়েছে। তারেক রহমানও রাজনীতি না করার মুচলেকা দিয়ে বিদেশে গেছেন বলে দাবি তার।
শেখ সেলিম বলেন, ‘মুচলেকা দিয়েছে, আর সে ১০ তারিখে এসে ক্ষমতা দখল করবে। শেখ হাসিনার পতন ঘটাবে। এসব হলো জনগণকে বিভ্রান্ত ও তাদের লোকদের কিছু খোরাক দেওয়ার জন্য।’
তবে এ মুচলেকা খালেদা জিয়া নিজে দিয়েছেন, নাকি তার পরিবারের সদস্যরা দিয়েছেন, তা এই সংসদ সদস্য নিজের বক্তব্যে পরিষ্কার করেননি।
শেখ সেলিমের এমন বক্তব্যের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন, তারেক রহমান মুচলেকা দিয়েই দেশ ছেড়েছেন এটা শতভাগ সত্য। আর দলের সিনিয়র নেতা শেখ সেলিম প্রমাণ ছাড়া কথা বলেননি।
এদিকে, বছরজুড়েই নির্বাচনকেন্দ্রীক কর্মসূচি থাকবে উল্লেখ করে কাদের জানান, সতর্ক অবস্থানে থেকেই আওয়ামী লীগ কর্মসূচি পালন করবে। আর বিএনপির কর্মসূচীতে যাতে কোন উসকানি দেয়া না হয় সেই বিষয়েও নেতাকর্মীদের সতর্ক করেন তিনি।
জিয়াউর রহমান স্বাধীনতার পাঠক, ঘোষক নয় উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ’৭৫ সালে হত্যাকাণ্ড ঘটানোই হয়েছে আওয়ামী লীগকে ও মুক্তিযুদ্ধকে ধ্বংস করার জন্য।
সভায় কর্মীদের গা-ছাড়া ভাব বাদ দিয়ে আবারো সক্রিয় হবার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এছাড়াও স্বাচিপ, ছাত্রলীগ, মহিলা লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।