মহেশখালীতে অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

শেয়ার

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে তিনটি অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় উপজেলার কালারমারছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- মহেশখালীর মিজ্জিরপাড়ার মৃত আবদুল হালিমের ছেলে মো. আক্তার হোসেন (২১) ও আদারঘোনার মোস্তাফিজুর রহমানের ছেলে মো. মোস্তফা কামাল মিশু (২২)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর কালারমারছড়া এলাকায় অভিযান চালিয়ে তিনটি এসবিবিএলসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অস্ত্র দিয়ে তারা এলাকায় প্রভাব বিস্তার প্রতিপক্ষকে ভয় দেখানো এবং মাদক ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ