গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Friday, 29 March 2024

সেন্টমার্টিনে প্লাস্টিক দিয়ে মিলছে নিত্যপণ্য

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

পরিত্যক্ত প্লাস্টিককে সবাই অবমূল্যায়ন করলেও এবার সেই প্লাস্টিকই হয়ে উঠেছে মূল্যবান। পরিত্যক্ত প্লাস্টিক জমা দিয়েই ব্যাগভর্তি বাজার করতে পারছেন টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দারা। এমনকি বিনিময় পণ্য হিসেবে ব্যবহার করে তারা শীত পোশাকও নিতে পারছেন।

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে প্লাস্টিকের বিনিময়ে মিলছে চাল, ডাল, আটা, সুজি ময়দা, তেলসহ অনেক কিছু।

বৃহস্পতিবার দুপুরে সেন্টমার্টিনে বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর থেকে দ্বিতীয়বারের মতো নিত্যপণ্য বিতরণ করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দ্বীপবাসী।

বিতরণ করা পণ্যের মধ্যে রয়েছে- শীতবস্ত্র, লুঙ্গি, টি শার্ট, জুতা, চাউল, ডাল, তেল, চিনি, লবণ, সবজি, লাইফ জ্যাকেট, মুরগি, ডিম, আলু, পেঁয়াজ, আটা, সুজি, নুডলস ইত্যাদি।

খোঁজ নিয়ে জানা যায়, প্লাস্টিক দূষণ কমাতে সেন্টমার্টিন দ্বীপে এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় দ্বীপে স্থাপন করা হয়েছে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’। যেখানে মানুষ তাদের ব্যবহৃত প্লাস্টিকের খালি বোতল, বিভিন্ন পণ্যের প্যাকেটের বিনিময়ে নিতে পারছেন নিত্য প্রয়োজনীয় পণ্যসমগ্রী।

সেন্টমার্টিন উত্তরপাড়ার জমিলা খাতুন (৪০) বলেন, ‘প্লাস্টিক দিয়ে চাল-ডাল নেওয়া যায় জানা ছিলো না। প্রথমবার প্লাস্টিক দিয়ে তেল, আটা, সুজি, ময়দাসহ অনেক পণ্য পাওয়ার পর অনেক খুশি লাগছে। এখন আমি প্লাস্টিক না ফেলে জমিয়ে রাখি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘এ উদ্যোগটি চালু হওয়ার পর থেকে অনেক গরিব মানুষের উপকার হয়েছে। যারা কাজ না পেয়ে বেকার বসে থাকতো তারাও যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিক সংগ্রহের কাজে লেগে পড়েছে। এতে পরিবেশ দূষণের হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি। পাশাপাশি অনেক পরিবারে খাদ্য, বস্ত্রের চাহিদা মিটছে। এই সুন্দর উদ্যোগটির জন্য জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশন প্রশংসার দাবিদার।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন বলেন, ‘দ্বিতীয়বারের মতো আমরা প্লাস্টিক সংগ্রহ করেছি। প্রথমবার নিত্যপণ্য পেয়ে সবার আগ্রহ বাড়ায় এবারও বিপুল পরিমাণ প্লাস্টিক বিনিময় হয়েছে। প্লাস্টিকগুলো আমরা জমা রেখেছি এগুলো এখান থেকে ঢাকায় নিয়ে গিয়ে রিসাইকেল করা হবে।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান বলেন, ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি তাদের সম্পৃক্ত করে যে অভিনব উদ্যোগ নিয়েছে তাতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। আশা করছি এ উদ্যোগের মাধ্যমে দ্বীপের পরিবেশ ও প্রতিবেশ রক্ষা হবে।

সর্বশেষ

ঢাবির ব্যবসায় ইউনিটে প্রথম চট্টগ্রামের অথৈ ধর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের...

যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিবিরোধী অভিযানে আমরা যত জঙ্গি...

মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূল...

মশা নিয়ন্ত্রণে আনতে হলে গবেষণা প্রয়োজন: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী...

সমাজসেবা অধিদপ্তরের ৪’শ শিশুর মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসকের ঈদ উপহার

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত মানসিক...

পটিয়ায় চোরাইকৃত ১১টি মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার ৮ 

পটিয়া থেকে চুরি হয়ে যাওয়া ১১টি মোটর সাইকেল উদ্ধার...

আরও পড়ুন

সমাজসেবা অধিদপ্তরের ৪’শ শিশুর মাঝে চট্টগ্রাম জেলা প্রশাসকের ঈদ উপহার

চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান, সরকারী শিশু পরিবার (বালিকা) এবং ছোটমনি নিবাসের ৪’শ শিশুর মাঝে ইফতার ও...

পটিয়ায় চোরাইকৃত ১১টি মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার ৮ 

পটিয়া থেকে চুরি হয়ে যাওয়া ১১টি মোটর সাইকেল উদ্ধার এবং চোর চক্রের প্রধানসহ ৮ জনকে আটক করেছে থানা পুলিশ।বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ...

কোতোয়ালীতে লাখ টাকার জালনোটসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে এক লাখ টাকার জালনোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৮ মার্চ) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক...

রোজায় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব: যুবলীগ নেতা দিদারুল আলম

পটিয়া উপজেলার কচুয়াই ও কোলাগাঁও ইউনিয়নের দুই হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন এম এ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর...