ঢাকার কমলাপুর স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাওয়া এগারসিন্দুর প্রভাতী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার ৬ জানুয়ারি ২৩ ইং সকাল ৯ঃ৩০ মিনিটে ভৈরব রেলওয়ে জংশন এলাকার ৩ নম্বর লাইনে দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় জানান, ঢাকার কমলাপুর স্টেশন থেকে ভোর ৬ঃ৪৫ মিনিটে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতী ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন ঘুরানোর সময় ক নম্বর বগিটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইউসুফ জানান, ৩ নম্বর লাইন ছাড়া অন্য লাইনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ চলছে।উদ্ধারকাজ কতক্ষণে শেষ হবে তাএখনই বলা যাচ্ছে না।