চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার এবাইদুল হকের ছেলে সোহেল রানা (২৪), একই জেলার মনোরহরগঞ্জ থানার মনোহরগঞ্জ বাজারের ইফতেখার আহমদের ছেলে ইমতিয়াজ আহমেদ (২১) ও বোয়ালখালী থানার খরমদী এলাকার মো. ইমন (২৪)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম আশিক বলেন, আটককৃতরা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও বর্তমানে তারা নগরীতে বসবাস করার সুবাধে চমেক হাসপাতালে দীর্ঘদিন ধরে দালালি করে আসছিলো। হাসপাতালে আসা কয়েকজন রোগীর স্বজনের কাছ থেকে অভিযোগ পেয়ে হাসপাতালের ৩৩ নং গাইনী ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।