চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মাদক গ্রহণ করায় ৪ শিক্ষার্থীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে চুয়েট প্রশাসন। বিজ্ঞপ্তিতে এমন কর্মকাণ্ডের জন্য কেন তাদের বিরুদ্ধে আরও শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ মর্মে তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার চুয়েট ক্যাম্পাসে রাতে ফেরার বাসে হুইস্কি পানরত অবস্থায় হাতেনাতে ধরা পড়েন চার শিক্ষার্থী। তারা হলেন- ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব, আকিব জাবেদ আসিফ ও আমানত উল্লাহ। তারা যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
মঙ্গলবার রাতে ক্যাম্পাসে ফেরার বাসে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে অভিযান চালান শিক্ষকদের একটি দল। এ সময় চার শিক্ষার্থীকে বাসে হুইস্কি পানরত অবস্থায় পান শিক্ষকেরা। পরে গতকাল বুধবার জরুরি ডিসিপ্লিন কমিটির সভা ডাকে চুয়েট প্রশাসন। ডিসিপ্লিন কমিটিতে মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ মোতাবেক তাদের এক বছরের জন্য সাময়িক একাডেমিক বহিস্কার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘প্রাপ্ত প্রমাণাদির ভিত্তিতে তাদের এক বছরের জন্য সাময়িক বহিস্কার করা হয়েছে। সেই সঙ্গে তাদের শোকজ করা হয়েছে। শোকজে তাদের জবাব সন্তুষ্টপূর্ণ না হলে তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।’