মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

১৮ ডিসেম্বর হচ্ছে না চট্টগ্রাম নগর আ.লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলনের জন্য ১৮ ডিসেম্বর তারিখ ঘোষণা হলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না।

থানা ও ওয়ার্ড পর্যায়ের সব কটি সম্মেলন সম্পন্ন না হওয়ায় কেন্দ্রীয় সম্মেলনের পর নগরের সম্মেলন করতে শীর্ষ নেতারা নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তবে ১২ ডিসেম্বর দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দক্ষিণের সভাপতি সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমেদ।

আজ সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রধানমন্ত্রীর জনসভা পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান এ দুই নেতা। জনসভাকে তাঁদের ভাষায় জনসমুদ্রে পরিণত করার জন্য নেতা–কর্মী ও চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানান তাঁরা। এ সময় সম্মেলন নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন তাঁরা।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘হাতে গোনা কয়েকটা বাদে ইউনিট সম্মেলনগুলো প্রায় সব হয়েছে। ১৩২টির মধ্যে ১২০টির সম্মেলন সম্পন্ন করেছি। তিনটা ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করেছি। বাকিগুলো এর মধ্যে হতো। যেহেতু ৪ ডিসেম্বর জনসভা উপলক্ষে আমাদের কিছু কিছু নেতারা বললেন যে আমরা যদি সম্মেলন ও জনসভা একই সঙ্গে করতে যাই তাহলে হয়তো জনসভায় কোনো প্রভাব পড়তে পারে।’ তিনি বলেন, ‘আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করলে উনি বললেন যে আপনারা পত্রিকায় সংবাদ দিয়ে সম্মেলন স্থগিত রাখেন। সে হিসেবে আমরা স্থগিত রেখেছি। এখন যে সময় আছে এর মধ্যে ওয়ার্ড সম্মেলন আর থানা সম্মেলনগুলো সম্পন্ন করা সম্ভব নয়। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা হয়েছে।

চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাহবুব উল আলম হানিফ ও আবু সাঈদ আল মাহমুদের সঙ্গে কথা হয়েছে গতকাল। ওনারা বললেন যে ওয়ার্ড ও থানার সম্মেলন করার পরই মহানগরের সম্মেলন হবে। সে হিসেবে ওবায়দুল কাদের ভাই বললেন যে জাতীয় সম্মেলনের পরে তোমরা সম্মেলন কোরো। তাই ১৮ তারিখ আর হচ্ছে না।’

মোছলেম উদ্দিন আহমেদ বলেন, দক্ষিণ জেলার সম্মেলন ১২ ডিসেম্বর নগরে অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ, উত্তরের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তরের যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিত প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ, প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীকে সভাপতি ও আ জ ম নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের বর্তমান কমিটি গঠিত হয় ২০১৩ সালের ১৪ নভেম্বর।

২০১৭ সালে মহিউদ্দিন চৌধুরী মৃত্যুর পর কমিটির সহ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী পান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব। কিন্তু সম্মেলন আর হয়নি।

এরপর চলতি বছর ১ অক্টোবরে ও ৪ ডিসেম্বর দুই দফায় নগর সম্মেলনের তারিখ ঘোষণা করলেও তা হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিএমপি’তে ডিসি-এডিসি পদে রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।...

মিরসরাইয়ে ডোবায় ভাসছিল অজ্ঞাত বৃদ্ধের মরদেহ

মিরসরাইয়ে ডোবা থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির (৫৫)...

মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক বিশেষ মানবিক সহায়তা প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন...

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবকদল নেতা নিহতের ঘটনায় মামলা ; গ্রেফতার ৪

মিরসরাই উপজেলা স্টেডিয়ামে মাসব্যাপী বাংলাদেশ দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সোসাইটির...

অস্ত্র মামলায় খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর

চট্টগ্রামে বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র আটকের আরেক মামলাতেও...

চকরিয়া পৌর বিএনপির ১১টি সাংগঠনিক ওয়ার্ড কমিটির অনুমোদন 

কক্সবাজারের চকরিয়া পৌরসভা বিএনপির আওতাধীন ১১টি সাংগঠনিক ওয়ার্ড কমিটির...

আরও পড়ুন

এ বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের দাবি তুলবে বিএনপি

এ বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি তুলবে বিএনপি। দলটি মনে করে, সরকারের ভেতর থেকে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তাই আগেভাগেই...

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।...

আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিতের আদেশ

ঋণখেলাপির মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠান আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছেন আদালত।আজ সোমবার (১৩ জানুয়ারি) অর্থঋণ আদালত চট্টগ্রামের বিচারক মুজাহিদুর...

বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার প্রতি বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদান করার আহ্বান জানিয়েছেন, যাতে তারা প্রয়োজন অনুযায়ী সহজে দেশে ফিরতে পারেন।আজ...