কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পল্লী চিকিৎসকের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে ১০ হাজার ইয়াবাসহ মোঃ ফোরকান নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ৮ এপিবিএনের সদস্যরা।
রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ৯ নং ক্যাম্পের ডি/৩ ব্লকস্থ মসজিদ সংলগ্ন রাস্তার উপর থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রোহিঙ্গা হলেন,১০ নং ক্যাম্পের ২৪ /জি-ব্লকের মোহাম্মদ সিদ্দিকের ছেলে মোঃ ফোরকান (৩৯)।
৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার সাড়ে ১২ টার দিকে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৯ এর ডি/৩ ব্লকস্থ মসজিদ সংলগ্ন রাস্তার উপর থেকে ১০ দশ হাজার) পিস্ ইয়াবাসহ মোঃ ফোরকান (৩৯),কে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত রোহিঙ্গা একজন স্থানীয় পল্লী চিকিৎসক। সে দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। বিষয়টি জানার পর পুলিশ তার কার্যক্রমের উপর কিছুদিন থেকে গোয়েন্দা নজরদারি চলছিল। সে গ্রেফতারকৃত ব্যক্তি পল্লী চিকিৎসকের ছদ্মবেশে একটি ব্যাকপ্যাকে (কাঁধে ঝোলানোর ব্যাগ) উক্ত ইয়াবা নির্দিষ্ট ব্যক্তির নিকট পৌছে দেয়ার জন্য গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। উক্ত সংবাদের ভিত্তিতেই পানবাজার আর্মড পুলিশ ক্যাম্পের সদস্যরা উক্ত ব্লকের আশপাশের এলাকায় সাদাপোষাকে এবং গোপনে অবস্থান নেয়।মোঃ ফোরকান কাঁধে ব্যাগ নিয়ে চলাচলের সময় পানবাজার আর্মড পুলিশের অভিযান দলটি কৌশলে মোঃ ফোরকানকে ইয়াবার ব্যাগসহ গ্রেপ্তার করে। পরে জব্দকৃত ব্যাগ তল্লাশি করে উক্ত ইয়াবা পাওয়া যায়।
জব্দকৃত মাদকসহ আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। ক্যাম্প এলাকাকে মাদকমুক্ত রাখতে ৮ এপিবিএনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।