নাটোরের সিংড়া উপজেলায় আনোয়ার হোসেন ও সাইফুল ইসলামের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে।এসময় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার ৩ ডিসেম্বর ২২ ইং সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের চলনবিলের দুর্গম এলাকা বেড়াবাড়ি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে নয়জনকে আটক করার হয়েছে বলে জানান সিংড়া থানার ওসি মোঃ মিজানুর রহমান।
জানা যায়, ২০১৬ সালে বেড়াবাড়ি গ্রামে রেজাউল নামে একজনকে হত্যার ঘটনায় নিহতের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে সাইফুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনা পরবর্তীতে আনোয়ার ও সাইফুলের সমর্থকদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়ে। পরবর্তীতে শনিবার ৩ ডিসেম্বর সকালে দুপক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এসময় ১৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়। আহত আঃ মান্নান হাজী (৫৫), আমিনুল ইসলাম তালুকদার (৭০), শামীম হোসেন (৩০) ও সবুজ হোসেন (৩৫), মো. নয়ন হোসেন (২৫), আব্দুর রউফ (৩০), দীপন (৩২), মো. শুভ (২৪), মো. সাইদুল ইসলাম (৩০), মো. মুনসুর (৪৫), মো. বাবু (৪৫), শিরিনা বেগম (৩৫), লাকি বেগম (৩০), মোজাম্মেল হক (৫০), মো. জয়নাল (৫০), সেন্টু মোল্লা (২৮), শুভ মোল্লা (২৭), হেলাল (২৮) কে
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মঈনুল হক জানান, আহতদের অধিকাংশই গুলিবিদ্ধ। তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া ও রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে। অন্যদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বলেন, বেড়াবাড়ি গ্রামে দুপক্ষের দ্বন্দ্ব আমরা বার বার চেষ্টা করেও সমাধান করতে পারিনি। প্রশাসনের কাছে আবেদন, এলাকায় শান্তি ফেরাতে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। সতর্কতাস্বরুপ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িত উভয়পক্ষের নয়জনকে আটক করেছি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।