খাগড়াছড়ির গুইমারা উপজেলার পঙ্খিমুড়া এলাকায় পর্যটক রমজান আলীকে গলাকেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
শনিবার ৩ ডিসেম্বর সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ গুইমারা উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি জালিয়াপাড়া চৌরাস্তা মোড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার লোকমান হোসাইনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর কবির, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক আনিসুজামান ডালিম, খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মজিদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ২ ডিসেম্বর রাতে পার্বত্য চুক্তির রজত জয়ন্তীতে গুইমারা উপজেলার পঙ্খিমুড়া এলাকায় পর্যটক রমজান আলীকে নির্মমভাবে গলাকেটে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। একই সাথে ঘটনাস্থলে দ্রুত সেনাক্যাম্প পূনঃস্থাপনের দাবিও জানানো হয়।