আনোয়ারা উপজেলায় সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে লাইসেন্সবিহীন বাস-ট্রাক ড্রাইবারদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সদর এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাস, ট্রাক-পিকআপ ও মোটরসাইকেল ড্রাইবারদের লাইসেন্স না থাকায় লাইসেন্সবিহীন গাড়ী চালনার জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ও ৮০ ধারায় ৫টি মামলায় ৫ জন চালক কে ৫হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়াও ভোক্তা অধিকার আইনে এক হোটেলকে ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন বলেন, লাইসেন্সবিহীন অদক্ষ চালকদের কারণে রোড এক্মিডেন্ট সড়কে শৃঙ্খলা ভেঙে পড়ে। এসব ঠেকাকে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। এছাড়াও প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।