উখিয়ায় ক্যাম্পে ৫ হাজার ইয়াবাসহ আব্দু সালাম নামের এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ এপিবিএনের সদস্যরা।
বুধবার সকাল সাড়ে ৫ টার দিকে ১৯ নং ক্যাম্পের ১২/বি ব্লক থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত রোহিঙ্গা হলেন,১৯ নং ক্যাম্পের ১২/বি ব্লকের আবুল কালামের ছেলে আব্দু সালাম (৫০)।
৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ বুধবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, বুধবার সকাল সাড়ে ৫ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সোয়েব আহমেদ খান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নং ক্যাম্পের আওতাধীন বি/১২ ব্লকের আব্দু সালামের বসতঘরে অভিযান পরিচালনা করে আব্দু সালাম এর নিকট হতে ৫ হাজার) ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাকে গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য পনেরো লক্ষ টাকা।
জব্দকৃত মাদক ও গ্রেফতারকৃত রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। ক্যাম্প এলাকা মাদকমুক্ত রাখতে ৮ এপিবিএনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।