গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Saturday, 27 April 2024

ছাত্রলীগকে দেশ ও জনগনের ভ্যানগার্ড হিসাবে কাজ করতে হবে: মোছলেম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, ইতিহাস, গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের পথ ধরে লাগাতর সংগ্রামে জয়ী ছাত্রলীগ বাংলার জনগণের জন্য এক বিশাল দায়িত্ব পালনকারী সংগঠন। এখন যার শক্তি শেকড় সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে, শুদ্ধ রাজনীতির চর্চা ও আগামী দিনের সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা নিরলস প্রচেষ্টা স্বার্থকে এই সংগঠন অনন্য ভূমিকা পালন করতে পারে। কোন প্রকার লোভ, নীতিহীন, কর্মকান্ড ছাত্রলীগের স্বর্ণালী ইতিহাসের অবধানকে যেন কালিমালিপ্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ছাত্রলীগকে সময় উপযোগী কর্মসূচী গ্রহণ করে সবার সাথে ভালো ব্যবহার, সততা বজায় রেখে দেশ ও জনগনের কল্যাণে ভ্যানগার্ড হিসাবে কাজ করতে হবে।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে রাষ্ট্রক্ষমতার ধারাবাহিকতার কারনে দেশ এগিয়ে যাচ্ছে। জনগনের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটে এটা প্রমানিত হয়েছে। এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হলে শেখ হাসিনাকে আবারো আগামী নির্বাচনে জয়ী করতে হবে। সব দ্বিধা ভুলে ছাত্রলীগকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। নৌকা জয়ী না হলে দেশ আবার পাক ধারায় মিশে যাবে কষ্ঠার্জিত এতো অর্জন স্রান হয়ে যাবে, জাতির জন্য যা হবে দূর্ভাগ্যজনক। তিনি আগামী ৪ ডিসেম্বর নগরীর পলোগ্রাউন্ড মাঠে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য ছাত্রলীগ নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, সামরিক ছত্রছায়ায় সৃষ্ট রাজনৈতিক দলগুলোর অপ রাজনীতির অশুভ পরিবেশে আক্রান্ত হওয়ায় ছাত্রলীগের কোন কোন কর্মীর পথভ্রষ্ঠ কর্মকান্ড জনগণকে আশাহত ও ব্যাথিত করে যা কাম্য নয়। কাউকে এরকম কাজে পশ্রয় না দেয়ার আহবান জানান তিনি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আবু তাহেরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ সভাপতি মিজানুর রহমান, ইয়াছিন চৌধুরী জনি, মো: মামুন, আব্দুস সাত্তার, শোয়েবুর রহমান রিপন, মোরশেদ আলম অভি, মাইনুদ্দীন চৌং, তৌহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রহমান চৌধুরী, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক তসলিম উল্লাহ চৌধুরী, সম্পাদক রাশেদুল আলম, উত্তর বিশ্বাস, ইরফান সাদেক শুভ, উপ-সম্পাদক বেলাল উদ্দিন সুজন, ফজলুর রশিদ, সাজ্জাদ হোসেন, রাহাত বিন নাছির, আব্দুল কাদের রিপন, হাসানুর রহমান রিয়াদ, সাইফুল ইসলাম, মুমিনুর রহমান ইমন, শাহেদুল ইসলাম, অরুপ সিংহ, সহ সম্পাদক গিয়াস উদ্দিন রায়হান, রাশেদুল ইসলাম, ইউনিট কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক আরাফাত শাকিল, সাজ্জাদ হোসেন, আসিফুল হক, মাহাবুবুল আলম, সাইদুল আলম তানিম, আরাফাত হোসেন তারেক, মাহিম উদ্দিন, এরশাদুর রহমান রিয়াদ, মোহাম্মদ জাবেদ হোসেন, রবিউল হোসেন, আরিফুল ইসলাম, আরিফ হোসেন, আলমগীর ইসলাম, গিয়াস উদ্দিন, কাউসার আলম রিফাত, একরামুল হক মুন্না, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান, শেখ সোহেল, আদনান সায়্যিদ, আমির হোসেন প্রমুখ।

সর্বশেষ

বৈদেশিক মুদ্রাসহ শাহ আমানত বিমানবন্দরে যাত্রী আটক

আরব আমিরাতের ৯০ হাজার দিরহামসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে...

দেশ ও জনগণের জন্য কাজ করতে নেতা-কর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশ ও জনগণের উন্নয়নে কাজ...

এসটিপি ছাড়া নতুন বিল্ডিং করার অনুমোদন নয়: গণপূর্ত মন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন,...

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য...

“সাম্প্রদায়িকতা ও শ্রেণি-বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ”

‘সাম্প্রদায়িকতা ও শ্রেণি-বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ’ এই স্লোগান...

মিরসরাইয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ 

মিরসরাই উপজেলায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার...

আরও পড়ুন

বৈদেশিক মুদ্রাসহ শাহ আমানত বিমানবন্দরে যাত্রী আটক

আরব আমিরাতের ৯০ হাজার দিরহামসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহগামী এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধার মুদ্রা ২৩ হাজার ৬৮৪...

এসটিপি ছাড়া নতুন বিল্ডিং করার অনুমোদন নয়: গণপূর্ত মন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, আবাসন মানুষের কাঙ্খিত বিষয়। দেশের সকল জনগণকে আবাসনের ব্যবস্থা করে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।আজ শুক্রবার দুপুরে...

“সাম্প্রদায়িকতা ও শ্রেণি-বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ”

‘সাম্প্রদায়িকতা ও শ্রেণি-বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠো বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে শুক্রবার সকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে শুরু হলো তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় গণসঙ্গীত উৎসব।শুক্রবার...

মিরসরাইয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ 

মিরসরাই উপজেলায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে স্থানীয় ওলামা মাশায়েখের উদ্যোগে ঐতিহাসিক ছুটি খাঁ জামে মসজিদ ঈদগাঁ মাঠে নামাজ...