কাতার ফুটবল বিশ্বকাপ উন্মাদনা ও আনন্দ ছড়িয়ে পড়ছে বন্দর নগরী চট্টগ্রামের আনোয়ারায়। বিশ্বকাপ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে আর্জেন্টিনা সমর্থকরা।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টার্নেল সড়কে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে শিশু থেকে বৃদ্ধাসহ নানা বয়সের হাজার হাজার আর্জেন্টিনা সমর্থক অংশগ্রহণ করেন। এসময় হাজারো কণ্ঠে আর্জেন্টিনা ফুটবল দল বিজয়ের নানা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গ্রামের জনপদ।
র্যালির নেতৃত্বে দিয়েছেন, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, রাজনীতি নেতাসহ নানা শ্রেণিপেশার মানুষ।
আর্জেন্টিনা -সমর্থক নেজাম উদ্দীন বলেন, চার বছর পর ফুটবল বিশ্বকাপ আসে। আর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। ফুটবলের এই উন্মাদনা থেকেই আর্জেন্টিনা-সমর্থকদের মিলনমেলা।
এ সময় আয়োজকদের পক্ষে সাংবাদিক মোহাম্মদ সোহেল বলেন,হাজার হাজার মাইল দূর থেকেও আমাদের দেশের মানুষের মাঝে আর্জেন্টিনা নাম হৃদয় সঞ্চারিত হচ্ছে। আর্জেন্টিনা সাপোর্টারদের নিজেদের মধ্যে পরিচিতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরির উদ্দেশ্যেই এ আয়োজন।