আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে উনাদের জ্বালা ধরে গেছে। এ জ্বালা বিরাট জ্বালা।
রোববার (১৩ নভেম্বর) ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আপনারা সবাই প্রস্তুত হন। সামনে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাবইকে একজোট হয়ে এ খেলায় জিততে হবে।
তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার। তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান। এ ব্যবস্থা এখন মিউজিয়ামে চলে গেছে।
তিনি আরও বলেন, পদ্মা সেতু হয়ে গেছে। আন্ডারপাস ব্রিজ, চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল, ঢাকায় মেট্রারেল, চারিদিকে উন্নয়ন আর উন্নয়ন।
ঝিনাইদহের মানুষ এখন পদ্মা সেতু দিয়ে ঢাকা যাচ্ছে। উনাদের তা সহ্য হচ্ছে না। তাদের মন খারাপ। মুখের দিকে তাকানো যায় না। বিএনপি হাওয়া ভবনে আর ফিরে আসবে না। কোনোদিন তাদের এ স্বপ্ন বাস্তবায়ন হবে না।
উল্লেখ্য, সাড়ে ৭ বছর পর ঝিনাইদহে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ।
এ সময় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাক মাহবুব উল আলম হানিফ। সর্বশেষ ২০১৫ সালের ২৫ মার্চ সম্মেলন অনুষ্ঠিত হয়।